Cattle Prison: প্রাচীন খোঁয়াড় প্রথা জানেন! সেই প্রথা চালুর দাবি উস্কে দিল কৃষকরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Cattle Prison: খোঁয়াড় হল গবাদি পশুদের জেলখানা। কোনও গবাদি পশু কৃষকের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করলে, ক্ষতিগ্রস্ত কৃষক তখন সেই গবাদি পশুটিকে ধরে এলাকার খোঁয়াড়ে ভরে দিতেন
উত্তর ২৪ পরগনা: ফসল খেয়ে ফেলছে গবাদি পশু। তা থেকে নিস্তার পেতে এবার প্রাচীন খোঁয়াড় প্রথা চালুর দাবি তুললেন কৃষকরা। হাসনাবাদের একটি গ্রামের কৃষকরা নিতান্তই বেকায়দায় পড়ে এই দাবি তুলেছেন।
কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মহেশ’ গল্পের মর্মস্পর্শী কাহিনীর কথা সকলেই জানেন। সেখানে চিন্তিত মুখে ঘরে বসে ছিলেন গফুর মিঞাঁ। বেলা গড়িয়ে গেলেও মহেশের খোঁজ নেই। সারাদিন খোঁজার পর বাড়ি ফিরে আমিনা জানায় মহেশকে দরিয়াপুরের খোঁয়াড়ে দেওয়া হয়েছে। সেই খোঁয়াড়’ই ফিরিয়ে আনার দাবি তুললেন হাসনাবাদের মনোহরপুর সহ কয়েকটি এলাকর কৃষকরা।
advertisement
advertisement
সোজা কথায় বললে খোঁয়াড় হল গবাদি পশুদের জেলখানা। কোনও গবাদি পশু কৃষকের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করলে, ক্ষতিগ্রস্ত কৃষক তখন সেই গবাদি পশুটিকে ধরে এলাকার খোঁয়াড়ে ভরে দিতেন। এক্ষেত্রে পশুর মালিককে ফসলের ক্ষতিপূরণ বা জরিমানা দিতে হতো। তবে খোঁয়াড় থেকে ছাড়া পেত পশুটি।
অবশ্য কবেই সেই খোঁয়াড় প্রথা উঠে গিয়েছে। বর্তমান প্রজন্মের বেশিরভাগই এই বিষয় সম্বন্ধে সচেতন নয়। হাসনাবাদের কৃষকরা নিজেদের ফসলের ক্ষতি ঠেকাতেই এই দাবি তুলেছেন, ফিরিয়ে আনতে চাইছেন পুরানো ব্যবস্থা।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2024 3:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cattle Prison: প্রাচীন খোঁয়াড় প্রথা জানেন! সেই প্রথা চালুর দাবি উস্কে দিল কৃষকরা