সূত্রের খবর, মৃতই ব্যক্তির নাম উত্তম রাজবংশী। বয়স আনুমানিক ৫৮ বছর। মৃত ব্যক্তির বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া এলাকায়। অন্য দিকে হাসপাতলে নিয়ে গেলে আরও এক যুবকের মৃত্যু হয় তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায় প্রফুল্ল নগর ১২ নম্বর জাতীয় সড়কে একটি অনৈতিক কাট আউট রয়েছে। যেখানে নেই কোনও সিগনাল সিস্টেম এবং ট্রাফিক পুলিশের কোনও ব্যবস্থা নেই। এই বেআইনি ভাবে সাধারণ মানুষ অসচেতনভাবেই জাতীয় সড়ক পারাপার করে। সেই কারণেই ওই কাটাউটের মুখেই দুটি বাইকের সজরে ধাক্কা লাগে। বাইকের গতি এতটাই ছিল ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ হাত দূরে ছিটকে পড়ে যায় বাইক আরোহীরা। বাইক দুটি সম্পূর্ণ দুমড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তম বিশ্বাসের।
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। জেলায় আজ জাতীয় সড়কে দুটি দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের। একটি ফুলিয়াতে অন্যটি নাকাশিপাড়া এলাকায়। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এই সমস্ত দুর্ঘটনাগুলি পথচারীদের অসচেতনতা এবং গাড়িচালকদের ট্রাফিক আইন সঠিকভাবে না মানার কারণেই হয়ে থাকছে। এছাড়াও জাতীয় সড়কে একাধিক টোটো, ই রিক্সা, মোটর চালিত ভ্যান বেআইনিভাবে চলাচল করছে। তাছাড়াও জাতীয় সড়কে বেশ কিছু বেআইনি কাটআউট রয়েছে যেখান থেকে সাধারণ মানুষ পারাপার করছেন অসচেতন ভাবেই। আর সেই কারণেই আজকের এই মর্মান্তিক পরিণতি বলে জানালেন প্রত্যক্ষদর্শীরা।
