পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভগবানগোলার দিক থেকে বাইক চালিয়ে মালদার দিকে যাচ্ছিলেন বাইক আরোহী দুই যুবক। একই রুটে যাচ্ছিল একটি মালবাহী লরি। ঠিক তখনই জয়কৃষ্ণপুর ঘোষপাড়া এলাকায় পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। তীব্র আঘাতে বাইকের পিছনে বসা তোফিদ শেখ রাস্তার উপরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement
বাইক চালক কোনও রকমে প্রাণে বেঁচে গেলেও তিনি সামান্য আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ক্ষোভ প্রকাশ করেন। মুহূর্তের মধ্যে রাস্তায় ভিড় জমে যায় এবং বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর লরিটিকে আটক করা হয়েছে। যদিও পালিয়ে যায় চালক। মর্মান্তিক ঘটনায় মৃত তোফিদ শেখের পরিবার সহ গোটা চরসুফি হাজীপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






