জেলার প্রতিটি রাস্তায় টোটোর রমরমা। কম খরচে অল্প দূরত্বে যাতায়াতে মানুষের সুবিধা হলেও রাস্তায় তীব্র যানজট এই টোটোর কারণে। মাঝ রাস্তায় যানজট সৃষ্টির জেরে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ।
গত কয়েক বছরে দেখা গেছে বিপুল সংখ্যক মানুষের রুটি রুজির ভরসা এই টোটো। এর মধ্যে রয়েছে বহু বেআইনি টোটো। বেআইনি টোটো বন্ধ করলে সমস্যা সমাধান মিলতে পারে। কিন্তু এতে বহু মানুষের রুটি-রুজির টান দেখা দিতে পারে। সেই সমস্ত মানুষের কথা ভেবে এবার অসংখ্য বেআইনি টোটো বন্ধ না করে পরিবহন দফতরের নির্দেশিকা মেনে সমস্ত টোটোকে এক সুতোয় বাঁধার কাজ শুরু করল হাওড়া জেলা প্রশাসন।
advertisement
আরও পড়ুন- আর কত! আরজি কর কাণ্ডের সাজা ঘোষণার দিনই বাসন্তীতে উদ্ধার নাবালিকার বিবস্ত্র দেহ!
এই কাজ এগিয়ে নিয়ে যেতে জেলায় পঞ্চায়েত এলাকায় চলাচলকারী সমস্ত টোটো রেজিস্ট্রেশন এর কাজ শুরু। একইভাবে পুরসভা এলাকায় চলাচল করা টোটো পরিবহন দফতরের অন্তর্ভুক্ত করার কাজ চলছে বলে জানা গেছে। এই নিয়মের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে বলেই মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, রাজ্য পরিবহন দফতরের নির্দেশিকা রয়েছে গ্রামাঞ্চলে সমস্ত চলাচলকারী টোটো বা ই- রিকশা বাহন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। সেই মত হাওড়া জেলায় শুরু হয়েছে কাজ।পরিবহন দফতরের নির্দেশিকা রয়েছে প্রত্যেক টোটন নিজস্ব গ্রাম পঞ্চায়েত এলাকায় চলতে পারবে।
আরও পড়ুন- জঙ্গলে ঘেরা অপূর্ব এই ‘স্পট’ একেবারে মনের মতো! কলকাতার কাছেই জমে যাবে পিকনিক!
বিশেষ কয়েকটি নিয়ম ছাড়া সেই পঞ্চায়েত এলাকার বাইরে যেতে পারবে না টোটো বা ই- রিকশা। জাতীয় ও রাজ্য সড়কে কোনওভাবেই ই- রিকশা বা টোটো উঠতে পারবে না। টোটো চলাচলের জন্য শতাধিক রুট তৈরি করা হয়েছে জেলায়। পরিবহন দফতরের নির্দেশিকা মতো বাহন পোর্টালের মাধ্যমে চালকের নাম, বাসস্থানের ঠিকানা-সহ আধার কার্ড বা ভোটার কার্ড রেজিস্ট্রেশন করা হবে বলে জানা গেছে। হাওড়া সিটি এলাকায় প্রায় কুড়ি হাজার টোটো চলেছে বলে জানা গেছে।
রাকেশ মাইতি






