Basanti Murder Case: আর কত! আরজি কর কাণ্ডের সাজা ঘোষণার দিনই বাসন্তীতে উদ্ধার নাবালিকার বিবস্ত্র দেহ! ফের ধর্ষণ করে খুন বাংলায়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Basanti Murder Case: আজ, সোমবারই সাজা ঘোষণা হয়েছে আরজি করে তরুণী চিকিত্সককে ধর্ষণ, খুনের। এদিনেই ফের আরও ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বাসন্তীতে।
বাসন্তী: আজ, সোমবারই সাজা ঘোষণা হয়েছে আরজি করে তরুণী চিকিত্সককে ধর্ষণ, খুনের। এদিনেই ফের আরও ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। সূত্রের খবর, মাঠের মধ্যে উদ্ধার করা হয়েছে নাবালিকার বিবস্ত্র দেহ।
সোমবার বিকেলে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার উত্তর চুনাখালি গ্রামে। সূত্রের খবর, অষ্টম শ্রেণীর ঐ নাবালিকা গত বারোদিন ধরে নিখোঁজ ছিল।
আরও পড়ুন: রক্তাক্ত সইফকে অটো করে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন, কত টাকা পেয়েছিলেন ভজন? জানলে চমকে যাবেন
advertisement
advertisement
বাসন্তী থানায় অভিযোগ জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু কোনও খোঁজ মেলেনি। পরিবার, পরিজনদের বাড়িতেও খোঁজ খবর করে কোন হদিশ মেলেনি ঐ নাবালিকার। অবশেষে সোমবার বিকেলে উদ্ধার হয় ঐ নাবালিকার দেহ।
advertisement
পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার দিন স্থানীয় এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাকে। তারপর থেকেই নিখোঁজ। পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে ঐ নাবালিকাকে। স্থানীয় কয়েকজন যুবকই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি পরিবারের। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বাসন্তী থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। দেহ আটকে রেখেছেন তারা। মাঠের মধ্যে দেহ পুঁতে দেওয়া হয়েছিল বলে দাবি স্থানীয়দের।
advertisement
অনুপ বিশ্বাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2025 8:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Basanti Murder Case: আর কত! আরজি কর কাণ্ডের সাজা ঘোষণার দিনই বাসন্তীতে উদ্ধার নাবালিকার বিবস্ত্র দেহ! ফের ধর্ষণ করে খুন বাংলায়