Saif Ali Khan: রক্তাক্ত সইফকে অটো করে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন, কত টাকা পেয়েছিলেন ভজন? জানলে চমকে যাবেন

Last Updated:
Saif Ali Khan: সেদিন নবাব পুত্রের প্রাণ বাঁচিয়ে তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর সইফ বা তার পরিবারের কাছ থেকে কি ভাড়া বাবদ কোনও টাকা নিয়েছিলেন ভজন? করিনা বা অন‍্য কেই কি যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে?
1/7
বৃহস্পতিবার ভোররাতে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা সইফ আলি খান। আততায়ীর আক্রমণে জখম সইফকে সেদিন লীলাবতি হাসপাতালে পৌঁছে দেয় একটি অটোরিক্সা। গাড়ির কিছু সমস‍্যা থাকায় ছেলেকে নিয়ে রিক্সায় চেপেই হাসপাতালে পৌঁছেছিলেন রক্তাক্ত সইফ।
বৃহস্পতিবার ভোররাতে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা সইফ আলি খান। আততায়ীর আক্রমণে জখম সইফকে সেদিন লীলাবতি হাসপাতালে পৌঁছে দেয় একটি অটোরিক্সা। গাড়ির কিছু সমস‍্যা থাকায় ছেলেকে নিয়ে রিক্সায় চেপেই হাসপাতালে পৌঁছেছিলেন রক্তাক্ত সইফ।
advertisement
2/7
পরের দিনই সামনে আসে সইফকে হাসপাতালে পৌঁছে দেওয়া রিক্সা চালকের পরিচয়। নাম ভজন সিং রানা। অভিনেতাকে হামলার তদন্তে পুলিশ জিজ্ঞাসাবাদের জন‍্য ডেকেও পাঠায় ভজনকে।
পরের দিনই সামনে আসে সইফকে হাসপাতালে পৌঁছে দেওয়া রিক্সা চালকের পরিচয়। নাম ভজন সিং রানা। অভিনেতাকে হামলার তদন্তে পুলিশ জিজ্ঞাসাবাদের জন‍্য ডেকেও পাঠায় ভজনকে।
advertisement
3/7
কিন্তু সেদিন নবাব পুত্রের প্রাণ বাঁচিয়ে তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর সইফ বা তার পরিবারের কাছ থেকে কি ভাড়া বাবদ কোনও টাকা নিয়েছিলেন ভজন? করিনা বা অন‍্য কেই কি যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে।
কিন্তু সেদিন নবাব পুত্রের প্রাণ বাঁচিয়ে তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর সইফ বা তার পরিবারের কাছ থেকে কি ভাড়া বাবদ কোনও টাকা নিয়েছিলেন ভজন? করিনা বা অন‍্য কেই কি যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে?
advertisement
4/7
সইফের বাড়িতে হামলার ঘটনার পরেই জানা যায় তাঁর রিক্সায় চেপে হাসপাতাল পৌঁছানোর কথা। সংবাদমাধ‍্যমকে ভজন সিং আগেই জানিয়েছিলেন যে সে রাতে তিনি প্রথমে বুঝতেই পারেননি তাঁর রিক্সার পেছনে বসে থাকা ব‍্যক্তিটি আসলে বলি সেলেব সইফ। সইফের বাড়িতে হামলার ঘটনার পরেই জানা যায় তাঁর রিক্সায় চেপে হাসপাতাল পৌঁছানোর কথা। সংবাদমাধ‍্যমকে ভজন সিং আগেই জানিয়েছিলেন যে সে রাতে তিনি প্রথমে বুঝতেই পারেননি তাঁর রিক্সার পেছনে বসে থাকা ব‍্যক্তিটি আসলে বলি সেলেব সইফ।
সইফের বাড়িতে হামলার ঘটনার পরেই জানা যায় তাঁর রিক্সায় চেপে হাসপাতাল পৌঁছানোর কথা। সংবাদমাধ‍্যমকে ভজন সিং আগেই জানিয়েছিলেন যে সে রাতে তিনি প্রথমে বুঝতেই পারেননি তাঁর রিক্সার পেছনে বসে থাকা ব‍্যক্তিটি আসলে বলি সেলেব সইফ।
advertisement
5/7
শেষে হাসপাতালে পৌঁছনোর পর সইফ নিজেই নিজের পরিচয় দেওয়ার পর অভিনেতাকে চিনতে পারেন তিনি৷ একই সঙ্গে ভজন জানিয়েছেন, ওই পরিস্থিতিতে সইফের থেকে অটো ভাড়াও নেননি তিনি৷ তবে বিপদের মুহূর্তে তিনি যে সইফকে সাহায্য করতে পেরেছেন, এটা ভেবেই খুশি ভজন৷
শেষে হাসপাতালে পৌঁছনোর পর সইফ নিজেই নিজের পরিচয় দেওয়ার পর অভিনেতাকে চিনতে পারেন তিনি৷ একই সঙ্গে ভজন জানিয়েছেন, ওই পরিস্থিতিতে সইফের থেকে অটো ভাড়াও নেননি তিনি৷ তবে বিপদের মুহূর্তে তিনি যে সইফকে সাহায্য করতে পেরেছেন, এটা ভেবেই খুশি ভজন৷
advertisement
6/7
টাকার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অটোচালক ভজন সংবাদমাধ‍্যমকে জানান, ‘‘আমাকে সেখানে (বান্দ্রা পুলিশ স্টেশন) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আমি সেই রাতে অর্থের কথা ভাবিনি।’’
টাকার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অটোচালক ভজন সংবাদমাধ‍্যমকে জানান, ‘‘আমাকে সেখানে (বান্দ্রা পুলিশ স্টেশন) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আমি সেই রাতে অর্থের কথা ভাবিনি।’’
advertisement
7/7
সইফের পরিবারের কেউ কি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল? এ প্রশ্নের উত্তরে সংবাদমাধ‍্যমকে ভজন সিং রানা জানালেন, এখনও পর্যন্ত তাঁর সঙ্গে করিনা বা পরিবারের অন‍্য কেউ যোগাযোগ করেনি। তিনি বলেন, ‘‘ওনাদের কারও সঙ্গেই আমার কোনও কথা হয়নি।’’
সইফের পরিবারের কেউ কি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল? এ প্রশ্নের উত্তরে সংবাদমাধ‍্যমকে ভজন সিং রানা জানালেন, এখনও পর্যন্ত তাঁর সঙ্গে করিনা বা পরিবারের অন‍্য কেউ যোগাযোগ করেনি। তিনি বলেন, ‘‘ওনাদের কারও সঙ্গেই আমার কোনও কথা হয়নি।’’
advertisement
advertisement
advertisement