জানা যাচ্ছে, এদিন ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ নং ব্লকের খড়গপুর লোকাল থানার অন্তগর্ত অকড়া বসন্তপুর এলাকায় একটি চারচাকা গাড়ি ও লরি নিয়ে জড়ো হচ্ছিল কয়েকজন দুষ্কৃতী। তাঁদের উদ্দেশ্য ছিল বড়সড় ডাকাতি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই প্ল্যান বানচাল করে দেয় পুলিশ।
আরও পড়ুনঃ চারচাকা করে ‘মারাত্মক’ জিনিস পাচারের ছক! ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে রুখে দিল বনকর্মীরা, গ্রেফতার ২
advertisement
গোপন সূত্রে খবর পাওয়ার পরই বিশাল পুলিশবাহিনী গিয়ে ডাকাত দলকে হাতেনাতে ধরে ফেলে। তাঁদের কাছ থেকে একটি চারচাকা গাড়ি, একটি লরি এবং ডাকাতি করার জন্য ব্যবহৃত একাধিক জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ, এমনটাই সূত্রের খবর।
গ্রেফতার হওয়া ৭ জন জনই ভিনরাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার ভোরে খড়গপুর লোকাল থানার অকড়া বসন্তপুরে ১৬ নং জাতীয় সড়ক থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এই নিয়ে রবিবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালীর বিস্তারিত জানানোর কথা রয়েছে।
