২০২৩ সালে, মনিপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হন ভাটপাড়া শুগিয়াপাড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান রঞ্জিত যাদব। দুই বছর অতিক্রান্ত হলেও, এই শহিদের পরিবার কাটাচ্ছেন চরম আর্থিক সংকটে। ৭ জনের পরিবারে রয়েছেন প্রতিবন্ধী এক বোন। শহিদের অবসর ভাতাই এখন তাঁদের একমাত্র অবলম্বন। কিন্তু সেই ভাতার সামান্য টাকায় চলছে না এত জনের সংসার। শহিদের স্ত্রী কৌশল্যা যাদব ও মা ভারতী যাদবের করুণ আবেদন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঝন্টু শেখের স্ত্রীর মতো তাদের পরিবারেও একটি চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে পরিবারটা রক্ষা পায়।
advertisement
ছেলে রঞ্জিতই ছিলেন পরিবারের একমাত্র ভরসা। জঙ্গিদের গুলিতে তাঁর মৃত্যু ভাসিয়ে দিয়েছে গোটা পরিবার। ইতিমধ্যে জেলাশাসকের কাছে শহিদের পরিবারের তরফ থেকে দেখা করতে যাওয়া হলেও ব্যস্ততার কারণে হয়নি দেখা। এখন তাই একমাত্র ভরসা মুখ্যমন্ত্রীই। এখন দেখার শহিদ এই পরিবারের করুণ আর্তি পৌঁছয় কিনা রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে।
Rudra Narayan Roy