আরও পড়ুন: কলকাতা থেকে মাত্র ঘণ্টাখানেক, গ্রাম্য পরিবেশে নিরিবিলি এই স্পটে পিকনিক করলে মন ভরে যাবে
উজ্জ্বল জানান, এই সম্মান একজন বাঙালি হিসেবে অত্যন্ত গর্বের। ছেলেবেলার চাঁদ-তারা দেখার ভাল লাগাটাকে, মহাকাশ বিজ্ঞানের প্রতি ভালবাসায় রূপান্তরিত করতে চান তিনি ছোটদের জন্য। উজ্জ্বল আরও জানান, প্রতি বছরই বিভিন্ন বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে নিজেদের মতামত প্রকাশ বা কাজ করার অভিজ্ঞতা জানানোর জন্য নাসার (NASA) কাছে আবেদন করা যায়। আবেদন করতে পারেন যে কেউ। সেখানেই নাসা-র পক্ষ থেকে গ্রহানু নিয়ে বিশেষ প্রকল্প দেওয়া হয়েছিল। বাংলার উজ্জ্বলই সেই গবেষণায় নতুন তিনটি গ্রহানুর (Asteroid) সন্ধান দিয়েছিলেন নাসাকে।
advertisement
আরও পড়ুন: হারিয়ে যাওয়া ছেলেকে কাছে পেতে সিলিকনের মূর্তি ঘরে আনলেন মা!
উত্তর ২৪ পরগনা জেলার নিমতার উজ্জ্বল কাজের সূত্রে বেঙ্গালুরুতে থাকেন। সেখানেই একটি সংস্থায় বিমানের নকশা তৈরির কাজ করেন তিনি। ছোটবেলা থেকেই মেধাবী উজ্জ্বলের স্বপ্ন ছিল মহাকাশ নিয়ে গবেষণা। তবে উজ্জ্বল জানান, তিনি পেশায় ইঞ্জিনিয়র, শখে সাহিত্যিক। চাকরি করি, তবে নাসা গবেষণার কাজে ডাকলে সেখানেও যাব। নিজেকে শখের সাহিত্যিক বললেও, ইতালির প্যানোরোমা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেছেন উজ্জ্বল। এছাড়াও সাহিত্যচর্চায় বিশেষ নজর কেরেছেন তিনি। তাঁর ভাগ্যে জুটেছে ভারতভূষণ সম্মান, ডক্টর এপিজে আব্দুল কালাম পুরস্কার, রাষ্ট্রীয় রত্ন পুরস্কার, বঙ্গ গৌরব সম্মানও। এছাড়াও ইন্ডিয়া প্রাইমের বিচারে সেরা ১০০ ভারতীয় লেখকদের তালিকায় তাঁর নাম উঠেছে ইতিমধ্যেই।
সব মিলিয়ে জেলার পাশাপাশি রাজ্য তথা দেশের মুখও উজ্জ্বল করেছে বাঙালি এই যুবক। তাই ছেলের এই কৃতিত্বে খুশি নিমতায় থাকা উজ্জ্বলের পরিবার সহ প্রতিবেশীরাও। চলতি বছরের এপ্রিল মাসে এই “ভারত শ্রী” সম্মান তুলে দেওয়া হবে তার হাতে, এমনটাই জানা গিয়েছে। তবে বর্তমানে উজ্জ্বল অধিকারী পৃথিবীর আদি শক্তির উৎস নিয়ে গবেষণার কাজ চালাচ্ছেন, যার নাম দেওয়া হয়েছে শিবা ডার্ক এনার্জি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আগামী দিনে এই বিষয় নিয়েই নোবেল আনার ইচ্ছা রয়েছে এই বাঙালি যুবকের।
Rudra Nrayan Roy