North 24 Parganas News: হারিয়ে যাওয়া ছেলেকে কাছে পেতে সিলিকনের মূর্তি ঘরে আনলেন মা!

Last Updated:

একা লড়াই করে ছেলেকে বড় করে তোলেন তিনি। এরপর মায়ের কথায় একদিন দুধ আনতে গিয়ে সে হঠাৎই নিখোঁজ হয়ে যায়

+
সিলিকনের

সিলিকনের মূর্তি

উত্তর ২৪ পরগনা: বাড়ির পাশে দুধ আনতে বেড়িয়ে আর ফেরেনি বছর ২৮ এর অভিষেক ভট্টাচার্য। ১০ বছর আগের ঘটনা। এতদিন ধরে নিখোঁজ তিনি। লোকাল থানা থেকে থেকে লালবাজার, রাষ্ট্রপতি সবার কাছে দরবার করেও ছেলেকে ফিরে পাননি মা। গীতা ভট্টাচার্য। দীর্ঘ এক দশক চোখের জল‌ই সম্বল এই অসহায় মহিলার। শেষে জাদুকর সুবিমল দাসের হাত ধরে খানিকক্ষণের জন্য হলেও নিখোঁজ ছেলেকে যেন ফিরে পেলেন তিনি!
‘জাদুকর সুবিমল দাসের হাতের জাদুতে ‘বোবা অভিষেক’ ফিরল বাড়ি। ছেলে কে দেখেই সন্তানহারা মা ডুকরে কেঁদে উঠলেন। ভট্টাচার্য পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র সাত বছর বয়সে বাবাকে হারিয়েছিল অভিষেক। তারপর মা গীতা ভট্টাচার্য স্বামীর চাকরি পান। একা লড়াই করে ছেলেকে বড় করে তোলেন তিনি। এরপর মায়ের কথায় একদিন দুধ আনতে গিয়ে সে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। অনেক চেষ্টা করেও আর অভিষেকের খোঁজ পাওয়া যায়নি। বছর কয়েক হল চাকরি থেকে অবসর নিয়েছেন গীতাদেবী। আজ তিনি বাড়িতে একদম একা। সারাদিন তাঁর একটাই কাজ, কীভাবে হারিয়ে যাওয়া ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনবেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নিখোঁজ অভিষেককে ফিরিয়ে আনতে রাতদিন ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায় অনুসন্ধান চালান এই বৃদ্ধা। সেখানেই সন্ধান পান সুবি ইন্ডিয়ার কর্ণধার সুবিমল দাসের। এরপর সেখানকার এক কর্মচারী গীতাদেবীকে বিরাটি স্টেশন সংলগ্ন সিলিকনের শিল্পালয়ে নিয়ে আসেন। পুরো বিষয়টি এরপর শিল্পীকে জানান সন্তান হারা মা। সঙ্গে করে আনা ছেলের চার পাঁচটি ছবিও তুলে দেন। আর তা দেখেই সুবিমল দাস তৈরি করেন হুবহু সিলিকনের অভিষেককে। সত্যি ছেলেকে খুঁজে না পেলেও এদিন ছেলের মূর্তিকে বাড়ি নিয়ে যেতে পেরে কিছুটা হলেও যেন কষ্ট লাঘব হয়েছে মায়ের। এই সিলিকনের ছেলেকে নিয়েই বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন বলে জানিয়েছেন সন্তান হারা মা গীতা ভট্টাচার্য।
advertisement
রুদ্রনারায়ণ রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: হারিয়ে যাওয়া ছেলেকে কাছে পেতে সিলিকনের মূর্তি ঘরে আনলেন মা!
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement