East Bardhaman News: এই জেলায় প্রথম তৈরি হচ্ছে সরকারি ইংরেজি মাধ্যম স্কুল

Last Updated:

মন্তেশ্বর ব্লকে ইংরেজি মাধ্যমের কোনও স্কুল নেই। ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার জন্য যেতে হত অনেকটা দূরে

+
বিদ্যালয় 

বিদ্যালয় 

পূর্ব বর্ধমান: এ এক অভিনব উদ্যোগ। সরকারি উদ্যোগে পূর্ব বর্ধমান জেলায় প্রথম ইংরেজি মাধ্যম স্কুল গড়ে উঠতে চলেছে। আজকাল প্রায় প্রত্যেক অভিভাবক‌ই নিজের সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে চান। তবে ইচ্ছে থাকলেও অনেকের সাধ্য থাকে না। তবে এবার আর চিন্তার কোনও কারণ নেই, পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে গড়ে উঠতে চলেছে সরকারি ইংরেজি মাধ্যম স্কুল।
এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হুসেন শেখ বলেন, এলাকার মানুষের ইচ্ছে থাকলেও আর্থিক কারণে বেশি খরচ করে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সন্তানদের পড়াতে পারছেন না। তাই সরকারি উদ্যোগে আমাদের এখানে ইংরেজি মাধ্যম বিদ্যালয় হচ্ছে। যেখানে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি অবধি পড়াশোনা হবে। ছাত্রাবাসের ব্যবস্থাও থাকবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মন্তেশ্বর ব্লকে ইংরেজি মাধ্যমের কোনও স্কুল নেই। ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার জন্য যেতে হত অনেকটা দূরে। ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল না থাকায় কালনা, মেমারি, কাটোয়া অথবা নবদ্বীপে যেতে হত অনেককেই। তবে রোজ রোজ অত দূরে গিয়ে পড়াশোনা করাটা ছোট ছোট ছেলেমেয়েদের পক্ষে সম্ভব নয়। তাই সরকারি উদ্যোগে প্রায় সাড়ে ছয় কোটি টাকা খরচে কালনার মন্তেশ্বরের কুসুমগ্রামেই তৈরি হচ্ছে সরকারি ইংরেজি মাধ্যম স্কুল। কুসুমগ্রামের এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এই বিষয়ে বলেন, এখানে কোনও সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় নেই এবং বেসরকারি বিদ্যালয়ও নেই। সরকারের এই উদ্যোগের ফলে সেই অভাব দূর হবে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: এই জেলায় প্রথম তৈরি হচ্ছে সরকারি ইংরেজি মাধ্যম স্কুল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement