Bangla News: কম্পিউটার সায়েন্সে দেশের সেরা চারটি কলেজের মধ্যে বজবজের বিবিআইটি

Last Updated:

দেশব্যাপী সরকারের বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের বিভাগ শিল্প ও অন্যান্য সংস্থাগুলিতে তৈরি হওয়া বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল

+
কলেজের

কলেজের ছয় ছাত্র-ছাত্রী

দক্ষিণ ২৪ পরগনা: কম্পিউটার সায়েন্সে দেশের সেরা চারটি কলেজর মধ্যে স্থান পেল বজবজের বিবিআইটি। এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছয় ছাত্র-ছাত্রীর চিন্তাভাবনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। ২০২৩-র ডিসেম্বরে শুরু হয় স্মার্ট ইন্ডিয়া হ্যাকেথন প্রতিযোগিতা। দেশব্যাপী এই কর্মসূচিতে প্রায় ৫০ হাজারেরও বেশি নতুন ধরনের আইডিয়া জমা পড়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে। সেখান থেকে ঝাড়াই বাছাইয়ের পর এক হাজারের কিছু বেশি আইডিয়া নির্বাচিত হয়।
দেশব্যাপী সরকারের বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের বিভাগ শিল্প ও অন্যান্য সংস্থাগুলিতে তৈরি হওয়া বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করা নয়, তার সঙ্গে ভিন্ন পরিস্থিতিতে সমস্যায় পড়লে কীভাবে তা সমাধান করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায় সেই শিক্ষা প্রদান করাই আসল উদ্দেশ্য। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন কলেজের সঙ্গে রাজ্যের দুটি ইঞ্জিনিয়ারিং কলেজ নির্বাচিত হয়। এর মধ্যে ছিল বজবজের বিবিআইটি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বজবজের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজটির ৬ ছাত্রছাত্রীর দেওয়া প্রস্তাব পছন্দ হয়েছে শিক্ষা মন্ত্রকের বেছে নেওয়া প্যানেলের। এই স্বীকৃতি স্বরূপ ওই পড়ুয়াদের সেমিস্টার ফি মুকুব করেছে কলেজ কর্তৃপক্ষ। এই সাফল্যের কান্ডারীরা হলেন চিত্রা দে, সোহম পট্টনায়ক, দেবায়ন পাত্র, জয় সরকার, নেহা রানি ধারা ও দেবায়ন মুখার্জি। প্রত্যেক ছাত্র-ছাত্রীদের এই সফলতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহণ রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কম্পিউটার সায়েন্সে দেশের সেরা চারটি কলেজের মধ্যে বজবজের বিবিআইটি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement