Bangla News: শীতে কাঁপছে জেলা! পড়ুয়াদের সোয়েটার কিনে দিলেন শিক্ষিকারা

Last Updated:

আর্থিকভাবে দুর্বল স্কুলের পড়ুয়াদের সোয়েটার ও জুতো উপহার দিলেন শিক্ষিকারা। আলিপুরদুয়ার জংশনের শ্যামাপ্রসাদ বিদ্যা মন্দিরের শিক্ষিকারা নিজেদের বেতনের টাকা দিয়ে পড়ুয়াদের সোয়েটার ও জুতো কিনে দেন

+
সোয়েটার

সোয়েটার দিচ্ছেন শিক্ষিকা

আলিপুরদুয়ার: শীতের তীব্রতাকে মুখ বুজে সহ‍্য করে নিয়েই স্কুলে আসত পড়ুয়ারা। তাদের এই অসহায় পরিস্থিতি ভাবিয়ে তোলে শিক্ষক-শিক্ষিকাদের।এরপরই নিজেরা অর্থ জমিয়ে শীতবস্ত্র কেনার উদ‍্যোগ নেয়।
আর্থিকভাবে দুর্বল স্কুলের পড়ুয়াদের সোয়েটার ও জুতো উপহার দিলেন শিক্ষিকারা। আলিপুরদুয়ার জংশনের শ্যামাপ্রসাদ বিদ্যা মন্দিরের শিক্ষিকারা নিজেদের বেতনের টাকা দিয়ে পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় আড়াইশো পড়ুয়াকে উলের সোয়েটার এবং জুতো উপহার দিলেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পড়া না পারলে যে শিক্ষিকারা এতদিন বকুনি দিত, যাদের একটি চাহনিতে শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যেত, সেই দিদিমনিরাই এদিন ছাত্রীদের কাছে ধরা দিলেন মমতাময়ী রূপে। স্কুলের প্রধান শিক্ষিকা শুক্লা সরকার বলেন, বেশ কিছুদিন ধরে আমারা লক্ষ্য করছিলাম কিছু ছাত্রী এই হাড়কাঁপানো শীতেও সাধারণ জামাকাপড় পড়েই স্কুলে আসছে ক্লাস করতে। তাদের জিজ্ঞেস করলে জানায়, শীত পোশাক নেই। ওদের এই পরিস্থিতি দেখে আমাদের খারাপ লাগে। খোঁজ নিয়ে জানা যায় বরুবাদের পরিবারের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। এরপর শিক্ষিকারা নিজেদের বেতনের অর্থ দিয়ে ওই ছাত্রীদের জন্য উলের সোয়েটার এবং জুতো কিনে দেন। এই উপহার পেয়ে খুশি ছাত্রীরা।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: শীতে কাঁপছে জেলা! পড়ুয়াদের সোয়েটার কিনে দিলেন শিক্ষিকারা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement