তবে এখানেই শেষ নয়, সামনে আরও এগিয়ে অলিম্পিকের মেডেল জয় করাই যেন এখন পাখির চোখ করেছেন হাবড়া কামিনী কুমার গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সায়ন্তনী দে। স্কুলের পড়াশোনা সামলে অবসর সময়ে পেলেই সকাল-বিকেল চলে প্রশিক্ষণ। মেয়ের এই তাইকোন্ডো শেখার ক্ষেত্রে সায়ন্তনীর পরিবারও সব সময় পাশে ছিলেন। আগামী দিনে আরও সাফল্য আসুক মেয়ে সায়ন্তনীর হাত ধরে, দেশের জন্য কিছু করুক চাইছেন সায়ন্তনীর মা শ্রাবণী দেও।
advertisement
আরও পড়ুনঃ West Medinipur News: আপনি কি বিরিয়ানি লাভার? নাম মাত্র টাকায় আনলিমিটেড খান এখানে
মাত্র পাঁচ বছর বয়স থেকেই প্রশিক্ষক দেবেশ বিশ্বাস এর প্রশিক্ষণে সেলফ ডিফেন্স ও তাইকন্ডো খেলার কৌশল রপ্ত করে সায়ন্তনী। বর্তমানে এই প্রশিক্ষণ কেন্দ্রে আরও ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিলেও, আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক প্রথম আসলো সায়ন্তনীর হাত ধরেই জানালেন প্রশিক্ষক। আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় বাংলা থেকে ৯ জন প্রতিযোগী অংশ নিলেও একমাত্র সায়ন্তনী জিতেছেন স্বর্ণপদক। ফলে এখন দক্ষিণ হাবড়ার কোরিয়ান তাইকন্ডো একাডেমির ছাত্রছাত্রীরাও রীতিমতো উচ্ছ্বসিত সায়ন্তনীর এই সাফল্যকে ঘিরে, চলছে সেলিব্রেশনও।
Rudra Narayan Roy