West Medinipur News: আপনি কি বিরিয়ানি লাভার? নাম মাত্র টাকায় আনলিমিটেড খান এখানে

Last Updated:

West Medinipur News: আনলিমিটেড বিরিয়ানি, বাসন্তী পোলাও কিংবা ফ্রাইড রাইস খেতে আপনাকে আসতে হবে খড়্গপুরে। এখানেই মিলছে দুর্দান্ত অফার।

+
আনলিমিটেড

আনলিমিটেড বিরিয়ানি

পশ্চিম মেদিনীপুর: আপনি কি বিরিয়ানি লাভার? কিংবা ধরুন ঝাল ছাড়া চিকেন কষার সঙ্গে বাসন্তী পোলাও অথবা চিলি চিকেন আর ফ্রাইড রাইস? আনলিমিটেড রাইসের সঙ্গে যদি এমন কম্বো প্যাকেজ হয় মাত্র ৯৯ টাকায়, তবে সন্ধ্যা হোক কিংবা দুপুরের খাবারটা বেশ জমে যায়। তবে খড়গপুর শহরে রয়েছে, এই রেস্টুরেন্ট যা আনলিমিটেড রাইসের সঙ্গে প্রমাণ সাইজের চিকেন দিয়ে খাবার পরিবেশন করবে আপনাদের। তাই এই শীতের সন্ধ্যায় একবার ঢুঁ মেরে দেখুন এই দোকানে। যেমন পরিমাণ তেমন চিকেনের সাইজ। স্বাভাবিকভাবে প্রতিদিন বেশ ভালো ভিড় জমছে এই দোকানে। শীতের সন্ধ্যায় আনলিমিটেড রাইসের সঙ্গে জমি খাওয়া দাওয়া হচ্ছে বিরিয়ানি, ফ্রাইড রাইস কিংবা বাসন্তী পোলাওয়ের।
পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের ইন্দা এলাকার গোপাল বিরিয়ানিতে মিলছে আনলিমিটেড এই সুবিধা। দু পিস চিকেন কষার সঙ্গে হলুদ বাসন্তী পোলাও, দু পিস চিলি চিকেন এর সঙ্গে ফ্রাইড রাইস কিংবা এক পিস প্রমাণ সাইজের চিকেন একটি আলুর সঙ্গে ধোঁয়া ওঠা বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র ৯৯ টাকায়। একজনের পেট ভরতিতো হবেই, সঙ্গে চাইলে মিলবে পরিমাণ মতো রাইস।
advertisement
খড়গপুর শহরের বাসিন্দা আশিস দেব নিজেই একজন খাদ্য রসিক। তাই নিজের দোকানেই শুরু করেছেন এমন পরিষেবা। দাম দিয়ে খাবার শুধু নয়, পছন্দের খাবার খুব সুলভ মূল্যে গ্রাহকদের খাওয়াতে পছন্দ করেন তিনি। আর সেই কারণে তার এই বিশেষ ভাবনা। শুধু তাই নয় যারা যারা আমিষ পছন্দ করে না তাদের জন্য রয়েছে একই দামে পনিরের আইটেমও।
advertisement
advertisement
স্বাভাবিকভাবে খাদ্য রসিক বাঙালিদের কাছে এক নতুন ডেস্টিনেশন এই গোপালের বিরিয়ানি। আনলিমিটেডের এর সঙ্গে একটা সন্ধ্যা কাটান এখানে। স্বল্প মূল্যে যেমন স্বাদ তেমনই গুণে ভরপুর বিরিয়ানি থেকে ফ্রাইড রাইস কিংবা বাসন্তী পোলাও।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: আপনি কি বিরিয়ানি লাভার? নাম মাত্র টাকায় আনলিমিটেড খান এখানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement