আরও পড়ুন: মা হয়ে এ কী করলেন! ঘরে ঢুকতেই দৃশ্য দেখে স্তম্ভিত
সোমবার ভোরে হঠাৎই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ডোমকলের ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতের কাঠুরিয়া পাড়ার বাসিন্দা উরফান শেখের বাড়িতে। তখন গোটা পরিবার বাড়িতে ঘুমোচ্ছিল। হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠায় সকলের ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর জখম হন পরিবারের এক মহিলা। এগিয়ে আসেন গ্রামের বাকি বাসিন্দারাও। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাড়ির মালিক উরফান শেখ বলেন, চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। লক্ষ লক্ষ টাকার জিনিস পুড়ে গিয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পঞ্চায়েত প্রধান আতিবুদ্দিন শেখ। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
কৌশিক অধিকারী






