Bengali News: মা হয়ে এ কী ঘটালেন! ঘরে ঢুকতেই দৃশ্য দেখে স্তম্ভিত

Last Updated:

নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লিতে স্বামী শুভঙ্কর অধিকারীর সঙ্গে থাকতেন প্রিয়াঙ্কা। প্রতিবেশীরা জানিয়েছেন প্রায় দিনই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত

উত্তর ২৪ পরগনা: সাংসারিক অশান্তিতে বীতশ্রদ্ধ হয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন তরুণী। চার বছরের সন্তানের গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করার পর নিজেও আত্মঘাতী হলেন নৈহাটির প্রিয়াঙ্কা অধিকারী। প্রতিবেশীরা সবাই বাড়িতে ঢুকে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান।
নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লিতে স্বামী শুভঙ্কর অধিকারীর সঙ্গে থাকতেন প্রিয়াঙ্কা। প্রতিবেশীরা জানিয়েছেন প্রায় দিনই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। রবিবার‌ও তাঁদের মধ্যে চিৎকার চেঁচামেঁচির আওয়াজ পান প্রতিবেশীরা। এর কিছুক্ষণ পরই ওই বাড়িতে ঢুকে দেখা যায় বীভৎস্য দৃশ্য। গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রিয়াঙ্কা ও তাঁর সন্তান সৌমিকের দেহ পড়ে আছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এলাকাবাসীর অনুমান, রাতে স্বামী বাইরে গেলে প্রিয়াঙ্কা চার বছরের সন্তান সৌমিকের গলায় ফাঁস লাগিয়ে প্রথমে তাকে হত্যা করে। এরপর নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সেও। খবর পেয়ে ছুটে আসে নৈহাটি থানার পুলিশ। মা ও সন্তানকে উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে বিষয়টি আপাতদৃষ্টিতে আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও অন্য সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তাই এটি আত্মহত্যা না হত্যা তা জানতে তদন্ত শুরু হয়েছে। এদিকে মৃত তরুনীর পরিবারের অভিযোগ পেয়ে স্বামী শুভঙ্কর অধিকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: মা হয়ে এ কী ঘটালেন! ঘরে ঢুকতেই দৃশ্য দেখে স্তম্ভিত
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement