Bengali News: সাতসকালে দাউ দাউ করে জ্বলে উঠল ভোজ্য তেলের কারখানা, তীব্র আতঙ্ক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
দত্তপুকুর এলাকার কদম্বগাছি ধর্মতলা মোড়ের কাছে একটি ভোজ্য তেলের কারখানায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বংসী রূপ নেয়
উত্তর ২৪ পরগনা: ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন। কারখানা থেকে গল গল করে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে ছুটে আসে দমকল। দত্তপুকুরের ঘটনা।
এদিন সকালে দত্তপুকুর এলাকার কদম্বগাছি ধর্মতলা মোড়ের কাছে একটি ভোজ্য তেলের কারখানায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বংসী রূপ নেয়। স্থানীয়রা কারখানা থেকে গল গল করে ধোঁয়া বেরোতে দেখেন। প্রথমে কারখানায় কাজ চলছে ভেবে বিষয়টি এড়িয়ে গেলেও খানিকক্ষণ পরই টনক নড়ে। ততক্ষণে গোটা আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। এরপরই স্থানীয় কয়েকজন ওই কারখানার কাছে এগিয়ে গিয়ে বিষয়টি দেখার চেষ্টা করেন। তখনই নজরে আসে দাউ দাউ করে আগুন জ্বলছে কারখানার ভিতরে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। তাদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে ওই কারখানার মধ্যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য রাখা ছিল। তা থেকে আগুন আরও বিধ্বংসী রূপ নিতে পারত বলে আশঙ্কা। যদিও দমকলকর্মীরা এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে কীভাবে ওই ভোজ্য তেল কারখানায় আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 1:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: সাতসকালে দাউ দাউ করে জ্বলে উঠল ভোজ্য তেলের কারখানা, তীব্র আতঙ্ক

