Bengali News: স্কুল না বাগান! বিদ্যালয়ের ক্যাম্পাসে ৮০ প্রজাতির আড়াই হাজার গাছ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনে গেলে এই দৃশ্য দেখতে পাওয়া যাবে। এই স্কুলে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী পড়ে
উত্তর ২৪ পরগনা: স্কুল প্রাঙ্গণে বেড়ে উঠছে ৮০ প্রাজাতির আড়াই হাজার গাছ। গোটা স্কুলেই যেন সবুজের সমারোহ। স্কুল চত্বরে দেখা মিলবে দেশ তথা বিশ্বের নানা ভূখণ্ডের অজানা অথবা দুর্লভ উদ্ভিদের। একদিকে যেমন উত্তর ভারতের জাকারান্ডা, দুর্লভ রুদ্র পলাশ, ছাতিম, বকুল গাছের পাশাপাশি লতা গাছ হিসাবে পারুলতা, ঘুঘুলতা সহ একাধিক গাছে সেজে উঠেছে স্কুল। সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকার স্কুল যেন পথ দেখাচ্ছে রাজ্যের অনান্য স্কুলগুলিকেও।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনে গেলে এই দৃশ্য দেখতে পাওয়া যাবে। এই স্কুলে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী পড়ে। সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তোলার পাশাপাশি দেশ তথা বিশ্বের ভূখণ্ডের গাছপালার সঙ্গে পরিচয় ঘটতে এই উদ্যোগ বলে জানান স্কুলের প্রধান শিক্ষক পুলক রায়চৌধুরি। স্কুলে গেলেই দেখা মিলবে নানান জায়গার গাছপালার। এর ফলে সুন্দরবন এলাকার গাছপালার সঙ্গে পরিচয়ের পাশাপাশি অন্য ভূখণ্ডের গাছপালার সঙ্গেও পরিচয় ঘটবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রতিটি ছাত্রের জন্য যেন একটি করে গাছ, ঠিক এমনই মডেল তৈরি করেছে স্কুলটি। ইতিমধ্যেই গাছগুলি বড় হয়ে বৃক্ষের রূপ নিয়েছে। স্কুলের এমন উদ্যোগের ফলে সৌজানের উদ্দেশ্যে যেমন পূরণ হচ্ছে তেমনি পড়ুয়ার স্কুলেই জেনে যেতে পারছে এই বিপুল পৃথিবীর পরিচয়।
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2024 10:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: স্কুল না বাগান! বিদ্যালয়ের ক্যাম্পাসে ৮০ প্রজাতির আড়াই হাজার গাছ
