Bengali News: টায়ার দৌড় থেকে ডাংগুলি, হারিয়ে যাওয়া খেলায় প্রবীণরা ফিরে গেলেন ছেলেবেলায়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
স্থানীয় এলাকার বেশ কিছু প্রবীণ ব্যক্তিদের নিয়ে তারা আয়োজন করলেন এক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
নদিয়া: শীতকালে অনেকেই পিকনিক করে। কখনও বন্ধুবান্ধবের সঙ্গে, আবার কখনও পরিবার-আত্মীয় স্বজনদের সঙ্গে। কিন্তু অনেক সময়ই এই শীতকালীন পিকনিক থেকে ব্রাত্য থেকে যান বৃদ্ধ-বৃদ্ধারা। বয়সের ভার আর শারীরিক নানা সমস্যার জন্য বর্তমান প্রজন্মের সঙ্গে অনেক সময় তালে তাল মিলিয়ে চলতে দেখা যায় না তাঁদের। তবে নদিয়ার নাজিরপুর ডাঙাপাড়ায় দেখা গেল অন্যরকম এক চিত্র। নাজিরপুর ডাঙাপাড়ার বেশ কয়েকজন স্থানীয় যুবক মিলে প্রবীণদের নিয়ে আয়োজন করলেন পিকনিকের।
স্থানীয় এলাকার বেশ কিছু প্রবীণ ব্যক্তিদের নিয়ে তারা আয়োজন করলেন এক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে প্রবীণ নাগরিকেরা ফিরে গেলেন তাঁদের ছোটবেলায়। ছোটবেলায় আমরা অনেকেই বেশ কিছু খেলা খেলতাম, যেগুলি আজ হারিয়ে গিয়েছে। ঠিক তেমনই টায়ার ছোটানো, ডাংগুলি, পিট্টু ইত্যাদি বিভিন্ন রকমের ৯০-এর দশকের খেলার পুনরাবৃত্তি ঘটল নাজিরপুর ডাঙাপাড়ার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই সমস্ত খেলাগুলি নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রবীণ নাগরিকদের মধ্যে। আর তার মধ্যে থেকেই তাঁরা ফিরে গেলেন ছেলেবেলায়। শুধু তাই নয়, সকাল থেকে সন্ধে পর্যন্ত ছিল রকমারি সব খাবারের আয়োজন। সব মিলিয়ে নতুন প্রজন্মের কাছ থেকে এই ধরনের উপহার পেয়ে খুশি প্রবীণরা। উদ্যোক্তরাও চান এই ধরনের অনুষ্ঠানের আয়োজন প্রতি বছর করতে।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2024 9:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: টায়ার দৌড় থেকে ডাংগুলি, হারিয়ে যাওয়া খেলায় প্রবীণরা ফিরে গেলেন ছেলেবেলায়
