আরও পড়ুন: গোবরে ডুবছে ডানকুনি! সুপ্রিম নির্দেশ উড়িয়ে রমরমিয়ে চলছে ২০০-এর বেশি অবৈধ খাটাল
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে গোঘাটের হাজিপুর পঞ্চায়েতের এই অ্যাম্বুলেন্সটি। ফলে ক্ষোভে ফুঁষছেন স্থানীয়রা। বিধায়ক তহবিলের অর্থে এই অ্যাম্বুলেন্সটি কেনা হয়েছিল। কিন্তু সেটি ব্যবহার না করে পঞ্চায়েত অফিসের ভিতরে দিনের পর দিন ফেলে রাখায় খারাপ হয়ে গিয়েছে। বর্তমানে এটি সারিয়ে গ্রামের মানুষের পরিষেবায় আবার ব্যবহার করার দাবি তোলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে কেউ অসুস্থ হয়ে পড়লে মোটা টাকা খরচ করে বেসরকারি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে গ্রামবাসীদের। সব মিলিয়ে সরকারি টাকা খরচ করে এই অ্যাম্বুলেন্সটি কেনা হলেও তা মানুষের কোনও কাজে লাগছে না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গ্রামবাসীদের অভিযোগ প্রসঙ্গে শাসকদলের অঞ্চল সভাপতি মীর আফসার আলি জানান, গ্রামের স্বার্থে তৎকালীন বিধায়ক তাঁর তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন ঠিকই, কিন্তু বেশ কিছুদিন চলার পর তা বেহাল অবস্থায় পড়ে আছে। খুব শীঘ্রই ওই অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হবে বলে তিনি আশ্বস্ত করার চেষ্টা করেন।
শুভজিৎ ঘোষ