Bengali News: গোবরে ডুবছে ডানকুনি! সুপ্রিম নির্দেশ উড়িয়ে রমরমিয়ে চলছে ২০০-এর বেশি অবৈধ খাটাল

Last Updated:

ডানকুনি পুরসভার ৪, ৭, ৯ ও ১২ নম্বর ওয়ার্ডে খাল পাড় বরাবর প্রায় ২০০ টি অবৈধ খাটাল গড়ে উঠেছে। মূলত কলকাতায় খাটাল উচ্ছেদ হলে সেগুলি এখানে উঠে আসে

+
খাল

খাল ভরে গেছে গোবরের কারণে

হুগলি: শহরাঞ্চলে ঘাটাল নাকি নিষিদ্ধ। অথচ ডানকুনি পুর এলাকায় রমরমিয়ে চলছে ২০০ টি অবৈধ খাটাল। তাদের গোবরে ভর্তি হয়ে যাচ্ছে শহরের নর্দমা থেকে শুরু করে নদী পর্যন্ত।
খাটালের গোবরের জ্বালায় অতিষ্ট শহরবাসী। কাঁড়ি কাঁড়ি গোবরের কারণে বুজে যাচ্ছে এলাকার সমস্ত নয়নজুলি সহ খাল-বিল। ফলে অল্প একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা ডানকুনি শহর। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খাটাল উচ্ছেদের।
advertisement
advertisement
ডানকুনি পুরসভার ৪, ৭, ৯ ও ১২ নম্বর ওয়ার্ডে খাল পাড় বরাবর প্রায় ২০০ টি অবৈধ খাটাল গড়ে উঠেছে। মূলত কলকাতায় খাটাল উচ্ছেদ হলে সেগুলি এখানে উঠে আসে। এগুগুলি গজিয়ে ওঠার পর থেকেই শুরু হয়েছে পরিবেশ দূষণ, এমনটাই দাবি স্থানীয়দের। তাঁদের অভিযোগ, ডানকুনি পুরসভার মধ্যে একটি বহু পুরাতন খাল ছিল। বর্তমানে সেই খাল সম্পূর্ণরূপে ভরে গেছে গোবরে। যার ফলে খালে আর জল নেই। খাটালের গোবরের কারণে এলাকায় পোকামাকড়, মশা-মাছির উৎপাত বাড়ছে। স্থানীয়রা কিছু বলতে গেলেই খাটাল লোকেরা সবাই মিলে একত্রিত হয়ে তাঁদের উপরেই চড়াও হয় বলে অভিযোগ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে ডানকুনির পুরপ্রধান হাসিনা শবনম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী কোন‌ও পুর এলাকাতেই খাটাল থাকতে পারে না। সেই মোতাবেক খাটাল তুলে দেওয়ার জন্য তাঁরা নোটিশ পাঠিয়েছেন মালিকদের কাছে। এদিকে খাটাল মালিকদের বক্তব্য, আইনের দোহাই দিয়ে তাঁদের উচ্ছেদ করে দিলে পরিবার নিয়ে পথে বসতে হবে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: গোবরে ডুবছে ডানকুনি! সুপ্রিম নির্দেশ উড়িয়ে রমরমিয়ে চলছে ২০০-এর বেশি অবৈধ খাটাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement