Bengali News: মিড ডে মিলের জন্য বাজারের উপর ভরসা নয়, পথ দেখাচ্ছে গোঘাটের স্কুল

Last Updated:

রাসায়নিক সার ছাড়াই সম্পূর্ণ জৈব উপায়ে ফলানো সবজি দিয়ে তৈরি মিড ডে মিল ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হচ্ছে হুগলির এই স্কুলে

+
সবজি 

সবজি 

হুগলি: স্কুলে চাষ হচ্ছে সবজি, আর তা দিয়েই হচ্ছে মিড ডে মিলের রান্না। স্কুলেই কিচেন গার্ডেন করে নিজেদের রান্নার সবজির ব্যবস্থা করে নিয়েছে গোঘাট-১ ব্লকের গোঘাট হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এখন এই স্কুলে নানান রকম মরশুমি শাকসবজি চাষ হচ্ছে।
কোনওরকম রাসায়নিক সার ছাড়াই সম্পূর্ণ জৈব উপায়ে ফলানো সবজি দিয়ে তৈরি মিড ডে মিল ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হচ্ছে হুগলির এই স্কুলে। পড়ানোর পাশাপাশি এই সবজির বাগান দেখভাল করছেন শিক্ষক-শিক্ষিকারা। পড়ুয়াদের সঙ্গে নিয়ে হাসিমুখে দায়িত্ব পালন করেছেন তাঁরা। স্কুলে শাকসবজি চাষ হওয়ায় রোজকার চেনা মেনুতে এসেছছ বদল। বাজার থেকে কেনা শাকসবজির বদলে সম্পূর্ণ জৈব উপায়ে সবজি খাওয়ার সুযোগ পাচ্ছে শিশুরা। ফলে খুশি অভিভাবকরাও।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্কুলের প্রধান শিক্ষক তরুণ কান্তি কনার স্কুলের এই কিচেন গার্ডেনে লঙ্কা থেকে মুলো, বেগুন, লাউ, আলু, লাল শাক, পালং শাক, সীম প্রভৃতি চাষের ব্যবস্থা করেছেন। সৌন্দর্য বাড়াতে নানা ধরনের ফুলের গাছও বসানো হয়েছে স্কুলে। এই স্কুলে প্রতিদিন প্রায় ৩০০ জনের মত পড়ুয়ার মিড ডে মিলের রান্না করা হয়। স্কুলের সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা জানান, এই জায়গাটি পড়েছিল দীর্ঘদিন ধরে। তারপর এই জায়গাটি নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করা হয়। পরবর্তীতে স্কুলের ওই জায়গাটি চাষাবাদ করে বিভিন্ন সবজি লাগানো হয়েছে। যার ফলে একদিকে ছেলেমেয়েদের মিড ডে মিলের জন্য অনেকটাই সাহায্য হবে আবার কীটনাশক প্রয়োগ না করে জৈব সার দিয়ে সবজি করার জন্য অনেকটাই উপকার হবে পড়ুয়াদের। সম্প্রতি ব্লক প্রশাসনের তরফে এই কিচেন গার্ডেনের জন্য আর্থিক সাহায্য পেয়েছে স্কুলটি।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Bengali News: মিড ডে মিলের জন্য বাজারের উপর ভরসা নয়, পথ দেখাচ্ছে গোঘাটের স্কুল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement