Bengali News: ৬০০ ফুট উচ্চতায় দুর্গম পাহাড়ি জনপদে আজও প্রতি সপ্তাহে হাট বসে
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দুই লোকালয়ের নিত্য নৈমিত্তিক প্রয়োজন মেটানোর জন্য আজও অপরিহার্য সাপ্তাহিক মেটেলি হাট। জামা-কাপড়, পাহাড়ি শাকসবজি, মাছ-মাংস থেকে আধুনিক সাজসজ্জার সম্ভার নিয়ে আজও ব্যাপারীরা সপ্তাহের রবি এবং বুধবার লক্ষ্মী লাভের আশায় ছুটে আসেন
জলপাইগুড়ি: মরচে ধরা টিনের চালা ঘর ইঙ্গিত দেয় বয়সের। তবু আজও দুর্গম পাহাড়ি জনপদের ভরসা সেই শতাব্দী প্রাচীন জলপাইগুড়ির মেটেলি হাট। পাশেই রয়েছে প্রায় ১৫০ বছরের পুরনো ডুয়ার্স তথা উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন মেটেলি কালীবাড়ি।
এক সময় স্থানীয় ভুটানিরা এখানে কালীপুজো করতেন। অদ্ভুত দর্শন এই কালী মূর্তির মধ্যে হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতির যৌথ ছোঁয়া রয়েছে। প্রত্যক্ষদর্শী খুঁজে পাওয়া মুশকিল হলেও আজও টিনের চালা ঘরগুলোই বলে দেয় অনেক অজানা ইতিহাস লুকিয়ে আছে এর মধ্যে। সময়টা ইংরেজ শাসনকাল। ডুয়ার্সের বিভিন্ন পাহাড়ের ঢালে ইংরেজ সাহেবরা রোপন করে চলেছে একের পর এক চা গাছ। পাহাড়ের ঢালে অবস্থিত এই মেটেলিতে আজও রয়েছে একাধিক বড় চা বাগান। খানিক উপরে গেলেই অবস্থিত সাম সিং, কুমাই জনপদের যোগ রয়েছে পার্শ্ববর্তী কালিম্পং জেলার সঙ্গে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
একদিকে দুর্গম পাহাড়ি জনপদ। অপরদিকে চা বাগান ঘেরা মেটেলি। এই দুই লোকালয়ের নিত্য নৈমিত্তিক প্রয়োজন মেটানোর জন্য আজও অপরিহার্য সাপ্তাহিক মেটেলি হাট। জামা-কাপড়, পাহাড়ি শাকসবজি, মাছ-মাংস থেকে আধুনিক সাজসজ্জার সম্ভার নিয়ে আজও ব্যাপারীরা সপ্তাহের রবি এবং বুধবার লক্ষ্মী লাভের আশায় ছুটে আসেন মেটেলি হাটে। তবে যে শুধুই বাজার হাট তাই নয়, সপ্তাহের এই দু’দিন এই মেটেলি হাট কার্যত পরিণত হয় পাহাড়-সমতলের মানুষের মিলন মেলায়।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 19, 2024 8:53 PM IST








