আরও পড়ুন: সরকারি পুকুরে মাছ চাষ করে মোটা টাকা রোজগারের সুযোগ! কীভাবে কী হবে জানুন
জানা গিয়েছে, জলঙ্গির গৌরীপুর গ্রামে ভোররাতে ঘুমন্ত অবস্থায় রসুল শেখ, আজবার শেখ, জার্মান শেখ ও রহমান শেখ’দের বাড়িতে আগুন লাগে। সেই সময় ঘুমন্ত অবস্থায় থাকায় প্রথমে কেউ কিছু বুঝতে পারেননি। হঠাৎই রসুল শেখের গোয়াল ঘর দাউ দাউ করে জ্বলতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেই আগুন চারটি পরিবারের ছ’টা ঘরে ছড়িয়ে পড়ে। ভোর রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা বেরিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এই সময় আগুন নেভাতে গিয়ে একজন আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গ্রামের বাসিন্দারা জানান, আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে সব কিছুই। প্রায় ১০ লক্ষ টাকার যিনি নষ্ট হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। তবে কী করে আগুন লাগল কেউ কিছু বুঝে উঠতে পারছেন না। এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
কৌশিক অধিকারী