New Business Opportunity: সরকারি পুকুরে মাছ চাষ করে মোটা টাকা রোজগারের সুযোগ! কীভাবে কী হবে জানুন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
২৯ জন মৎস্যজীবীকে চারা মাছ চাষের জন্য দেওয়া হয়েছে। এনআরইজিএস-এর কাজে যতগুলো পুকুর খনন করা হয়েছে সেখানেই মাছ চাষ করা হবে
হুগলি: এবার থেকে সরকারি পুকুরে মাছ চাষ করে রোজগার করবেন মৎস্যজীবীরা। মৎস্য ও প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এর জন্য সরকারের তরফ থেকে মৎস্যজীবীদের হাতে তুলে দেওয়া হয় মাছের চারা। আপাতত আরামবাগে এই উদ্যোগ শুরু হচ্ছে।
আরও পড়ুন: শিবরাত্রির পুজো দিতে ভারত পেরিয়ে ভুটানে ভক্তরা! জয়ন্তী পাহাড়ের বড় মহাকাল ধামে উপচে পড়া ভিড়
হুগলির আরামবাগের মৎস্য ও প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে মৎস্যজীবীদের হাতে চারা মাছ তুলে দেওয়া হয়। ব্লকের ২৯ জন মৎস্যজীবীকে চারা মাছ চাষের জন্য দেওয়া হয়েছে। এনআরইজিএস-এর কাজে যতগুলো পুকুর খনন করা হয়েছে সেখানেই মাছ চাষ করা হবে। যারা চাষ করবেন তাদেরকে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে মাছ চাষ থেকে তা বড় করে বাজারে বিক্রির মাধ্যমে কীভাবে মুনাফা করা যাবে সবকিছু শেখানো হয় মৎস্যজীবীদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সরকারি পুকুরে মাছ চাষের সুযোগ এবং সরকারের থেকে মাছের চারা পেয়ে খুশি মৎস্যজীবীরা। বেসরকারি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করায় খরচ অনেকটা বেড়েছে। ফলে সাধারণ মৎস্যজীবীদের অনেকের পক্ষেই সেটা আজকাল আর সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় সরকারি পুকুরে মাছ চাষের সুযোগ পাওয়ায় তাঁদের রোজগারের সমস্যার সমাধান হল বলেও জানিয়েছেন অনেকেই। এক সরকারি আধিকারিক জানান, পশ্চিমবঙ্গ সরকারের ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পের আওতায় যে পুকুরগুলি খনন করা হয়েছিল সেই সমস্ত পুকুরে ধাপে ধাপে মাছ চাষ শুরু হবে। এর জন্য মৎস্যজীবীদের পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদানও দেওয়া হচ্ছে।
advertisement
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2024 12:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Business Opportunity: সরকারি পুকুরে মাছ চাষ করে মোটা টাকা রোজগারের সুযোগ! কীভাবে কী হবে জানুন