আরও পড়ুন: বউ মেলায় গিয়েছেন কখনও? ইতিহাসের অংশ হয়ে ওঠা এই মেলা কোথায় হয় দেখুন
আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর ইস্টার্ন রিজিয়ন পাটনা ও ট্রাইবাল সাব প্লেন (টি এস টি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ প্রশিক্ষণ শিবিরটি। বিবেকানন্দ বিকাশ কেন্দ্র কালিমাটির সহযোগিতায় বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের হাতিনাদা গ্রামে মাশরুম চাষ ও পশুপালনের উপর সচেতনতা প্রশিক্ষণ শিবিরটি আয়োজন করা হয় বৃহস্পতিবার।
advertisement
এই বিষয়ে ডক্টর অনুপ দাস বলেন, প্রত্যন্ত অযোধ্যা পাহাড়ের হাতিনাদা গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের আদিবাসী মহিলাদের জন্য আমরা একটি সচেতনতা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি। কম জলে যে সকল ফসল উৎপাদন করা যায় সেই সব চাষের দিকে লক্ষ্য রেখে মাশরুম ও পশুপালনে জোর দেওয়া হয়েছে। গ্রামের মহিলারা যাতে সাবলম্বী হতে পারে সেই উদ্দেশ্যেই আমাদের এই কর্মসূচি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এইদিনের প্রশিক্ষণ শিবির থেকে গ্ৰামের ৫৫ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় নানা সামগ্রীর সঙ্গে মুরগী পালনের নানান সামগ্রী। এই প্রশিক্ষণ পেয়ে খুশি গ্রামের মহিলারা।
শর্মিষ্ঠা ব্যানার্জি