TRENDING:

Bengali News: পরিবেশ বাঁচাতে ৫০ বছরেও সাইকেলে চেপে বেরিয়ে পড়েন, কে এই ব্যক্তি?

Last Updated:

বাবা, মা, আত্মীয়স্বজনের নামে গাছ লাগানোর বার্তা ছড়াতে দ্বিতীয় ভারত ভ্রমণে বেরিয়েছেন উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার তারকচন্দ্র পাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বয়স ৫০ পেরিয়েছে। যদিও এখনও মনেপ্রাণে যুবক তিনি। নানান সামাজিক কাজকর্মের পাশাপাশি যুব প্রজন্ম, ছাত্রছাত্রীদের কাছে পরিবেশ রক্ষার বার্তা দিতে এবং গাছ লাগানোর গুরুত্ব সকলের মধ্যে ছড়িয়ে দিতে দ্বিতীয়বারের জন্য সারা ভারত ভ্রমণে বেরিয়েছেন এই ব্যক্তি। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের বোঝাচ্ছেন গাছ লাগানোর উপকারিতা। তাঁর এই মহতী কাজের ভরসা দুই চাকার একটা সাইকেল।
advertisement

আরও পড়ুন: চলন্ত গাড়ির সামনে মরণঝাঁপ, দুই সিভিকের কাণ্ডে তারপরেও বেঁচে গেল যুবক!

বাবা, মা, আত্মীয়স্বজনের নামে গাছ লাগানোর বার্তা ছড়াতে দ্বিতীয় ভারত ভ্রমণে বেরিয়েছেন উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার তারকচন্দ্র পাল। দু’চাকার প্যাডেলে ভর দিয়ে তাঁর এই পরিবেশ রক্ষায় ভারত ভ্রমণ। শুক্রবার দাঁতন-২ ব্লকের ললাট গঙ্গাধর পাঠশালা হাইস্কুলে একাধিক গাছ লাগান তিনি। সচেতন করেন পড়ুয়াদের। তাঁর এবারের শ্লোগান ‘গাছ লাগান হেসে হেসে, শত্রুমিত্র ভালোবেসে।’

advertisement

গত বছরের ১০ ডিসেম্বর উত্তর-পূর্ব ভারতের রাজ্য-সহ অসম, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশায় সাইকেল ভ্রমণে বের হন তারকবাবু। ইতিমধ্যেই বেশিরভাগ রাজ্য ঘোরা হয়ে গিয়েছে। অকৃতদার এই ব্যক্তির মূল্য উদ্দেশ্য পরিবেশ রক্ষা করা। সেই নেশাতেই সাইকেলে করে বারবার বেরিয়ে পড়েন। সঙ্গে দেন গাছ লাগানোর বার্তা।

View More

ছাত্র জীবন থেকেই নিজেকে সঁপেছেন সামাজিক কর্মে। পরিবেশের বিপন্নতার রুখতে মানুষের মধ্যে সচেতনতার প্রচারে ব্রতী তিনি। কোথাও নদী বুজিয়ে গড়ে উঠছে সভ্যতা, কোথাও আবার শহর ভরেছে প্লাস্টিকে। বিপন্ন প্রকৃতিকে বাঁচাতে এই বয়সে একটু কষ্ট হলেও পরিবেশ বাঁচানোর বার্তা আরও ছড়িয়ে দিতে ঘরে থাকতে পারেননি তিনি। গত ২০১৭-১৮ সালে প্রথম ভারত ভ্রমণে বেরিয়েছিলেন তারক। এটা দ্বিতীয়। প্রচার কাজ শেষ করে ফের বাড়ি ফিরবেন, তবে কবে ফিরবেন তা জানা নেই।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এ পর্যন্ত প্রায় এক লক্ষ গাছ লাগিয়ে ফেলেছেন তিনি। শত্রু কিংবা মিত্র যেই হোক না কেন সবার নামে গাছ লাগানোর বার্তা দিয়েছেন। নিজেদের নামেও গাছ লাগানোর বার্তা দিয়ে যান। এদিন এই বিদ্যালয়ে পাম, জাম, আমলকি গাছ লাগানো হয়েছে। তারকবাবুর এই ভাবনা-চিন্তাকে কুর্নিশ জানিয়েছে বিদ্যালয়ে কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: পরিবেশ বাঁচাতে ৫০ বছরেও সাইকেলে চেপে বেরিয়ে পড়েন, কে এই ব্যক্তি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল