আরও পড়ুন: চলন্ত গাড়ির সামনে মরণঝাঁপ, দুই সিভিকের কাণ্ডে তারপরেও বেঁচে গেল যুবক!
বাবা, মা, আত্মীয়স্বজনের নামে গাছ লাগানোর বার্তা ছড়াতে দ্বিতীয় ভারত ভ্রমণে বেরিয়েছেন উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার তারকচন্দ্র পাল। দু’চাকার প্যাডেলে ভর দিয়ে তাঁর এই পরিবেশ রক্ষায় ভারত ভ্রমণ। শুক্রবার দাঁতন-২ ব্লকের ললাট গঙ্গাধর পাঠশালা হাইস্কুলে একাধিক গাছ লাগান তিনি। সচেতন করেন পড়ুয়াদের। তাঁর এবারের শ্লোগান ‘গাছ লাগান হেসে হেসে, শত্রুমিত্র ভালোবেসে।’
advertisement
গত বছরের ১০ ডিসেম্বর উত্তর-পূর্ব ভারতের রাজ্য-সহ অসম, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশায় সাইকেল ভ্রমণে বের হন তারকবাবু। ইতিমধ্যেই বেশিরভাগ রাজ্য ঘোরা হয়ে গিয়েছে। অকৃতদার এই ব্যক্তির মূল্য উদ্দেশ্য পরিবেশ রক্ষা করা। সেই নেশাতেই সাইকেলে করে বারবার বেরিয়ে পড়েন। সঙ্গে দেন গাছ লাগানোর বার্তা।
ছাত্র জীবন থেকেই নিজেকে সঁপেছেন সামাজিক কর্মে। পরিবেশের বিপন্নতার রুখতে মানুষের মধ্যে সচেতনতার প্রচারে ব্রতী তিনি। কোথাও নদী বুজিয়ে গড়ে উঠছে সভ্যতা, কোথাও আবার শহর ভরেছে প্লাস্টিকে। বিপন্ন প্রকৃতিকে বাঁচাতে এই বয়সে একটু কষ্ট হলেও পরিবেশ বাঁচানোর বার্তা আরও ছড়িয়ে দিতে ঘরে থাকতে পারেননি তিনি। গত ২০১৭-১৮ সালে প্রথম ভারত ভ্রমণে বেরিয়েছিলেন তারক। এটা দ্বিতীয়। প্রচার কাজ শেষ করে ফের বাড়ি ফিরবেন, তবে কবে ফিরবেন তা জানা নেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এ পর্যন্ত প্রায় এক লক্ষ গাছ লাগিয়ে ফেলেছেন তিনি। শত্রু কিংবা মিত্র যেই হোক না কেন সবার নামে গাছ লাগানোর বার্তা দিয়েছেন। নিজেদের নামেও গাছ লাগানোর বার্তা দিয়ে যান। এদিন এই বিদ্যালয়ে পাম, জাম, আমলকি গাছ লাগানো হয়েছে। তারকবাবুর এই ভাবনা-চিন্তাকে কুর্নিশ জানিয়েছে বিদ্যালয়ে কর্তৃপক্ষ।
রঞ্জন চন্দ