আরও পড়ুন: ৭ বছর আগে তৈরি সেতু এবার ব্যবহার করা যাবে, এত দেরি কেন জানেন?
সোমবার বেলা সাড়ে দশটার পর শিক্ষকদের উপস্থিতিতে এবং নির্দেশে জয়কৃষ্ণপুর-১ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দিয়ে পরিষ্কার করানো হল স্কুলের বারান্দা। বিয়ে বাড়ির ভোজ খাওয়ার পর উচ্ছিষ্ট টিস্যু পেপার, জলের বোতল সবকিছুই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ছাত্র-ছাত্রীরা। ছাত্ররা নিজেরা পরিস্কার করে আবার আগের অবস্থায় স্কুলকে ফিরিয়ে আনল। যা জানাজানি ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় সূত্রের খবর, এলাকার সুধীর ঘোষ নামে এক ব্যক্তির ছেলের বিয়ে উপলক্ষে খাওয়া-দাওয়ার অনুষ্ঠান আয়োজিত হয়েছিল ওই প্রাথমিক স্কুলে। যদিও স্কুলে প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁর অনুমতি না নিয়েই গোটা বিষয়টা করা হয়েছিল। কিন্তু কেন তিনি পড়ুয়াদের দিয়ে বিয়ে বাড়ির যাবতীয় উচ্ছিষ্ট পরিষ্কার করালেন তার জবাব দেননি ওই প্রধান শিক্ষক।
কৌশিক অধিকারী