আরও পড়ুন: পিপিপি মডেলে খুলতে চলেছে আরণ্যক, খুশি সাধারণ মানুষ
প্রাচীন ভারতেই বহুকাল আগে শুরু হয় শিক্ষাব্যবস্থা। এক বিশেষ প্রণালীর মধ্য দিয়ে ক্রমবর্ধমান বিকাশের পথ ধরে আজ পরিচিতি লাভ করেছে বর্তমান শিক্ষা, স্বাস্থ্য, মহাকাশ বিজ্ঞান সহ আধুনিক শিক্ষার নানান দিক। ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রভাব অবশ্যই বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান গবেষণার আজ বহুল প্রসার ঘটেছে। তবে ভারতবর্ষেই প্রথম শুরু হয়েছিল শিক্ষাব্যবস্থার হাতেখড়ি।
advertisement
ভারতীয় জ্ঞান প্রণালীতে বলা হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের মূল উৎপত্তি আয়ুর্বেদ থেকে। একইভাবে মহাকাশ বিজ্ঞান কিংবা ভারতীয় সংস্কৃতির ক্রমবর্ধমান বিকাশে বেদের ভূমিকাও অপরিসীম। যা প্রাচীন ভারতীয় সংস্কৃতির এক অন্যতম আধার।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ভারতীয় জ্ঞান প্রণালী মূলত আধ্যাত্মিকতা কেন্দ্রিক এবং সংস্কৃতি কেন্দ্রিক। যা স্পষ্ট ব্যখা ও চিত্র সহ অতি সহজে তুলে ধরা হয়েছে। আইআইটি’র পুরোনো ভবন তথা শহিদ ভবনেই রয়েছে ভারততীর্থ গ্যালারি। এই গ্যালারি থেকে আপনি জানতে পারবেন ভারতীয় শিক্ষা-সংস্কৃতির মূল ধারায় থাকা কিছু প্রামাণ্য তথ্য। মাটির গভীরে লুক্কায়িত ইতিহাসের সেই উপাদানকে সামনে এনে আবিস্কৃত হয়েছে এই দেশে জ্ঞানপ্রকাশের ধারা। সেই ধারাকে স্বীকার করে নিয়ে আধুনিক ভারতবর্ষের শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানকে পরিপুষ্ট করেছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা আইকেএস। তাকেই স্থান করে দেওয়া হয়েছে আইআইটি’র এই মিউজিয়ামে।
রঞ্জন চন্দ