আরও পড়ুন: মেশিন আসতেই বিপুল লাভের সম্ভাবনা, সর্ষে ঝাড়াইয়ে বিপ্লব
আশা কর্মীদের এই কর্ম বিরতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য জায়গার মতো গাইঘাটাতেও আশাকর্মীরা কর্মবিরতি করছেন। এদিন তাঁরা বিক্ষোভ দেখান নিজেদের দাবি দাওয়ার স্বপক্ষে। প্রায় ৩০০ আশাকর্মী বিক্ষোভ মিছিলে শামিল হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নেন। আশাকর্মীরা জানান, যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চালিয়ে যাবেন। তাঁদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য বাজেটে তাঁদের কথা বলা হয়নি। মাসে মাত্র সাড়ে চার হাজার টাকা বেতনে সংসার চালানো যায় না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
২৪ ঘণ্টার’ও কম সময়ের নোটিসে তাঁদের যে কোনও জায়গায় পাঠানো হয়, কিন্তু এর জন্য উপযুক্ত পারিশ্রমিক মেলে না বলেও অভিযোগ আশা কর্মীদের। এদিকে আশা কর্মীদের উপরে মূলত বর্তমানে তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবার বিষয়টি দাঁড়িয়ে আছে। তাঁদের এই টানা কর্ম বিরতির জেরে শিশুদের পোলিও টিকা খাওয়ানো, গর্ভবতী মায়েদের ওষুধ দেওয়া, মধুমেহ রোগে আক্রান্তদের সুগার টেস্ট সবকিছুই ব্যাহত হচ্ছে।
রুদ্রনারায়ণ রায়