Bengali News: মেশিন আসতেই বিপুল লাভের সম্ভাবনা, সর্ষে ঝাড়াইয়ে বিপ্লব
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
কৃষি বিভাগের উদ্যোগে বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লক সহ সুন্দরবন এলাকায় সর্ষে ঝাড়াইয়ের কাজে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে
উত্তর ২৪ পরগনা: সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার সুন্দরবনেও মেশিনের হবে সর্ষে ঝাড়াইয়ের কাজ। প্রযুক্তি ব্যবহার করে এতে লাভের আশা দেখছেন বসিরহাটের কৃষকরা। আগে এক সময় সর্ষে বাড়িতে নিজেরাই ঝাড়তেন কৃষকরা। কিন্তু এবার মেশিনের মাধ্যমে হবে সেই কাজ। এর ফলে সময় এবং অর্থ দুই’ই বাঁচবে।
উল্লেখ্য কৃষি বিভাগের উদ্যোগে বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লক সহ সুন্দরবন এলাকায় সর্ষে ঝাড়াইয়ের কাজে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। মেশিনের নির্দিষ্ট এক জায়গায় সর্ষে গাছ দিলে সর্ষে এবং গাছের অবশিষ্ট অংশ দুটি ভাগে আলাদা হয়ে যাচ্ছে। এর ফলে কম সময়ে এবং অল্প খরচে কৃষকরা বেশি পরিমাণ সর্ষে ঝাড়াই করতে পারছেন। এই মেশিনের মাধ্যমে মাত্র এক ঘণ্টায় এক বিঘা জমির সর্ষে ঝাড়াই করতে পারছেন কৃষকরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কাজের জন্য শ্রমিকের অভাব হলে এই মেশিন কৃষকদের অনেক উপকারে আসবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে কৃষি কাজে শ্রমিকের আকাল দেখা দিয়েছে। এই মেশিনে এসে যাওয়ায় সেই সমস্যা অনেকটা দূর হবে। সবমিলিয়ে কৃষকদের খরচ কমবে, যার ফলে লাভ বাড়বে বলে মনে করা হচ্ছে।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2024 7:12 PM IST