আরও পড়ুন: জমি জট কাটিয়ে রায়দিঘিতে শুরু বাস টার্মিনাস তৈরির কাজ
ক্যানিংয়ের মাতলা নদীর চরে অবস্থিত কৃপাখালি গ্রামে পুলিশের সম্পর্ক কর্মসূচির মধ্যে দিয়ে গ্রামের মানুষকে এই বিষয়ে সচেতন করার উদ্যোগ নেন ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ। ম্যানগ্রোভের উপকারিতা সম্পর্কে তিনি গ্রামবাসীদের বোঝান। পাশাপাশি ম্যানগ্রোভের নিধন রুখতে গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহনের বার্তাও দেন। আইসি ছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন গবেষক দেবব্রত মণ্ডলও।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ক্যানিংয়ের এই কৃপাখালি গ্রাম প্রতিবার প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ হয়। বিশেষ করে নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়। নোনা জল ঢুকে চাষের জমি, পুকুর, বাড়িঘর সবই ক্ষতিগ্রস্থ হয়। সমস্যায় পড়তে হয় এলাকার মানুষকে। এই বাঁধের ভাঙন রুখতে ম্যানগ্রোভের প্রয়োজনীয়তা সম্পর্কে গ্রামের মানুষকে সচেতন করা হয়। গ্রাম পরিদর্শনের সময় আইসি দেখেন বেশ কিছু জায়গায় ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরির করা হচ্ছে। এর বিপদ সম্পর্কে তিনি গ্রামের মানুষকে সচেতন করেন। আই সি বলেন, কৃপাখালি এলাকায় বেআইনিভাবে মাছের ভেড়ি তৈরি হচ্ছে ম্যানগ্রোভ কেটে। এদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। কিন্তু এলাকার মানুষকেই এই বিষয়ে এগিয়ে আসতে হবে। তাঁদেরকেই প্রতিবাদ করতে হবে। কারণ নদী না বাঁচলে, ম্যানগ্রোভ না বাঁচলে এই গ্রামের অস্তিত্ব থাকবে না।
সুমন সাহা