আরও পড়ুন: বেসরকারি সংস্থার ‘সামান্য’ হিসাবরক্ষকের বাড়িতে আয়কর হানা, তাতেই…
সাতসকালে বাড়ির দোরগোড়ায় হাজির হওয়া আবর্জনার ভ্যানে জৈব ও অজৈব ময়লা ভাগ করে সঠিকভাবে ফেললে পরিবর্তে বিনা খরচেই পেয়ে যাবেন রসুন! ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এমন দুর্দান্ত সুযোগ চালু করেছেন বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত কুমার শর্মা। তাঁর সঙ্গে ছিলেন সুইচ অন ফাউন্ডেশনের কর্মকর্তারা। বলতে গেলে আবর্জনা দিলেই বর্ধমান শহরের এই ওয়ার্ডে বিনা পয়সায় পাওয়া যাচ্ছে রসুন।
advertisement
বাড়ির আবর্জনা পুরসভার নির্দিষ্ট গাড়িতে ফেলতে হয়েছে সঠিকভাবে ভাগ করে। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা আলাদাভাবে পুরসভার দেওয়া বালতিতে ভাগ করে ফেললেই পাবেন রসুন। জানা গিয়েছে, সুইচঅন ফাউন্ডেশনের উদ্যোগে ও বর্ধমান সদর সামাজিক ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় মানুষকে সচেতন করতে বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই প্রসঙ্গে কাউন্সিলর সুমিত শর্মা বলেন, বাড়ির আবর্জনা যত্রতত্র না ফেলে সঠিকভাবে ভাগ করে পুরসভার নির্দিষ্ট গাড়িতে ফেলার সচেতনতা গড়ে তুলতেই একটু অন্যরকম উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এদিন মোট ৬০ টি বাড়িতে ৩০০ গ্রাম করে রসুন উপহার দেওয়া হয়।
বনোয়ারীলাল চৌধুরী