IT Raid: বেসরকারি সংস্থার 'সামান্য' হিসাবরক্ষকের বাড়িতে আয়কর হানা, তাতেই...

Last Updated:

সিআরপিএফ জওয়ানদের নিয়ে আয়কর আধিকারিকরা রিষড়ার ওই আবাসনে ঢোকেন। প্রথমে অনুজের এক আত্মীয়ের বাড়িতে যান তাঁরা

আয়কর হানা হুগলিতে
আয়কর হানা হুগলিতে
হুগলি: আয়কর দফতরের হানা রিষড়ার এক আবাসনে। বুধবার রিষড়ার প্রভাস নগরের একটি আবাসনে দুটি গাড়িতে করে এসে আয়কর দফতরের ৬ জনের একটি দল হানা দেয়। ওম স্কাই সিটি অ্যাপার্টমেন্ট নামে ওই আবাসনের বাসিন্দা অনুজ পান্ডের ফ্ল্যাটে হানা দেন আইটি কর্তারা।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে সিআরপিএফ জওয়ানদের নিয়ে আয়কর আধিকারিকরা রিষড়ার ওই আবাসনে ঢোকেন। প্রথমে অনুজের এক আত্মীয়ের বাড়িতে যান তাঁরা। সেখান থেকে আয়কর আধিকারিকরা পৌঁছন অনুজের ফ্ল্যাটে। সুত্র মারফত জানা গিয়েছে, অনুজ পান্ডে কলকাতার এজরা ট্রিটের একটি বেসরকারি সংস্থার অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করেন। আট বছর ধরে সেখানেই নিয়মিত যাতায়াত তাঁর। বছর দুয়েক আগে প্রভাস নগরে ফ্ল্যাট কেনেন বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে অনুজ পন্ডের জামাইবাবু জয়প্রকাশ মিশ্র বলেন, তাঁর শালা কিছু বছর আগে এখানে থাকতে আসেন। আগে তাঁর সঙ্গেই ভাড়া বাড়িতেই থাকতেন। পরে ওই আবাসনের একটি ফ্ল্যাট কিনে থাকতে শুরু করেন। সেই সূত্রেই হয়ত তাঁর বাড়িতে আয়কর হানা দিয়েছে। তবে ঠিক কী কারণ এই হানা তা স্পষ্ট করে জানা যায়নি।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IT Raid: বেসরকারি সংস্থার 'সামান্য' হিসাবরক্ষকের বাড়িতে আয়কর হানা, তাতেই...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement