এলাকাবাসীদের অভিযোগ, গ্যাসের পাইপ লাইনের কাজ করার সময় চারদিন আগে জলের পাইপ ফেটে যায়। তার পর থেকে ওই এলাকায় প্রায় ৭০ টি পরিবারের পানীয় জল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ। বারবার স্থানীয় কাউন্সিলর, পুরপ্রধানকে জানানো হয়েছে, কিন্তু কোনও কাজ হয়নি। এমনকি জলের পরিষেবার জন্য পুরসভার কাছে জলের ট্যাঙ্ক চাওয়া হলেও দেওয়া হয়নি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পাইপ লাইনের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। জলের পাইপ ঠিক করতে এসে এলাকার মানুষের কাছ থেকে টাকা চাওয়া হয় বলে দাবি। সব মিলিয়ে এদিন বাসিন্দারা একজোট হয়ে বলতি, হাঁড়ি নিয়ে রাস্তা অবরোধ করে। তাঁদের দাবি, অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এদিকে আর কিছুদিনের মধ্যেই গরম পড়ে যাবে। তখন এমন অবস্থা চললে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা।
শুভজিৎ ঘোষ






