TRENDING:

Bengali News: অন্তরালে শিল্পী! ৮৭ বছরেও লিখে চলেছেন একের পর এক নাটক

Last Updated:

এই নাট্য শিল্পীর বর্তমান বয়স ৮৭ বছর। এই বয়সেও অভিনয়ের মাধ্যমে দর্শকদের আবেগের স্রোতে ভাসিয়ে নিয়ে যান। তবে অবসর সময় যা করেন এই প্রাক্তন শিক্ষক তা জানলে অবাক হবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: অসহায় বাবার চরিত্র থেকে রাজার পাঠ, সামাজিক থেকে পৌরাণিক নাটক কিংবা যাত্রার যে কোনও চরিত্রে অভিনয় করেছেন। এই ৮৫ বছর বয়স পেরিয়েও গলায় সেই অতীতের জোর বিদ্যমান। নাটক যেন তাঁর রক্তে মিশে আছে। স্বাধীনতা সংগ্রামী বাবাকে দেখেই নাট্য জগতে পা রেখেছিলেন পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা প্রাক্তন শিক্ষক যুগজিৎ নন্দ।
advertisement

আর‌ও পড়ুন: ১ টাকায় দুপুরের পেট ভরা খাবার! মেনুতে মাছ-মাংস’ও থাকছে

এই নাট্য শিল্পীর বর্তমান বয়স ৮৭ বছর। এই বয়সেও অভিনয়ের মাধ্যমে দর্শকদের আবেগের স্রোতে ভাসিয়ে নিয়ে যান। তবে অবসর সময় যা করেন এই প্রাক্তন শিক্ষক তা জানলে অবাক হবেন। যুগজিৎ নন্দ প্রধান শিক্ষক হিসেবে সামান্য বেতনে সবং-এর খড়িকা বিবেকানন্দ বিদ্যায়তনে শিক্ষকতা করতেন। এরপর নছিপুর হাইস্কুলে প্রধান শিক্ষক এবং বেলদা গঙ্গাধর অ্যাকাডেমিতে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে যোগ দেন এবং পরে সেখান থেকেই অবসর নেন।

advertisement

১৯৬২ থেকে ৫ বছর তিনি বেলদা কলেজ ও মেদিনীপুর কলেজে এনসিসির প্রশিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। এই প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে দিল্লির রাজপথে কুচকাওয়াজে যোগ দেওয়ার কৃতিত্ব আছে তাঁর। সেখানে পারদর্শিতা দেখিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবনে বিশেষ অনুষ্ঠানেও যোগ দেন।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ছোট থেকেই বাবার কাছে নাট্যচর্চায় হাতে খড়ি। অভিনয় করেছেন বিভিন্ন নাট্যদলে। স্কুল-কলেজ জীবনে বিভিন্ন নাটক যাত্রাতে অংশ নিয়েছেন তিনি। তবে বর্তমানে স্কুল জীবন থেকে অবসর নিয়ে বাড়িতেই একাধিক নাটক লিখেছেন যুগজিৎবাবু। বাংলার পাশাপাশি হিন্দিতেও লিখেছেন একাধিক নাটক। পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন নাটকের নেশা। বর্তমানে তাঁর ছেলেরাও নাটকে অভিনয় করেন। শুধু তাই নয়, তিনি লিখেছেন অনুগল্পও। শিক্ষকতার জীবনে তিনি বেশ কয়েকটি পাঠ্য বইও লিখেছেন। যাত্রা শিল্পের সেকাল-একাল নিয়ে লিখেছেন বইও।

advertisement

তবে এত বয়সে এসে আর নিজে লিখতে পারেন না যুগজিৎবাবু। পরিবারের সদস্যদের কাছে বসে তিনি অনবরত সংলাপ বলে চলেন, আর তাঁরা সেটা খাতায় লিখে দেন। এভাবেই লেখা হয়ে চলেছে একের পর এক নাটক।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: অন্তরালে শিল্পী! ৮৭ বছরেও লিখে চলেছেন একের পর এক নাটক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল