Bengali Video: ১ টাকায় দুপুরের পেট ভরা খাবার! মেনুতে মাছ-মাংস'ও থাকছে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
সপ্তাহের সাত দিনই আলাদা আলাদা মেনু থাকছে। ভাত, ডাল, সবজি, চাটনির সঙ্গে মাছ, মাংস, ডিমও থাকবে দিন অনুযায়ী
বীরভূম: ১ টাকায় দুপুরের ভরপেট আহার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এবার সাধু, ভবঘুরে, দুঃস্থ মানুষজনদের কথা মাথায় রেখে প্রত্যেকদিন দুপুরে মাত্র ১ টাকায় ভরপেট খাবারের ব্যবস্থা সতীপীঠ কঙ্কালীতলায়।
সপ্তাহের সাত দিনই আলাদা আলাদা মেনু থাকছে। ভাত, ডাল, সবজি, চাটনির সঙ্গে মাছ, মাংস, ডিমও থাকবে দিন অনুযায়ী। এই অভিনব উদ্যোগে হাত বাড়িয়ে দিয়েছে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত।
advertisement
৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা। সেই মন্দির সংলগ্ন জায়গায় টিনের শেড তৈরি করে মনোরম এবং স্বাস্থ্যকর পরিবেশে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কাঞ্চিদেশ মন্দির কমিটিও সম্পূর্ণ সহযোগিতা করছে।কঙ্কালীতলা মন্দিরের সেবায়েত, সাধুসন্ত, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা মিলে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন হওয়া মাত্রই এলাকার পাঁচ শতাধিক অসহায় মানুষ আনন্দ উচ্ছ্বাসের সঙ্গেই দুপুরের আহার সারেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন বলেন, কঙ্কালীতলা মন্দির সংলগ্ন এলাকায় সাধু, সন্ত, ভবঘুরে, দুঃস্থ মানুষজন রয়েছেন। পথচারী ক্ষুধার্ত মানুষের কথা চিন্তা করেই এবার থেকে ১ টাকায় মিলবে দুপুরের খাবার। অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এসেছেন এলাকার মানুষজন। এদিকে ১ টাকায় পেট ভরা খাবার পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলোও।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 4:52 PM IST