Holi 2024: নতুন পোশাক পরে রং খেলাই ট্রেন্ড, দোলের আগে রঙের পাশাপাশি ভিড় পোশাকের দোকানে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
একটা সময় দোল মানেই ছিল বাড়ির সবচেয়ে পুরনো বা মলিন ছেঁড়াফাটা পোশাক পরে রং খেলা। কিন্তু দিন বদলেছে। এখন দোলে অনেকেই নতুন পোশাক পরে রং খেলেন
দক্ষিণ দিনাজপুর: অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই হাজির হবে বহু অপেক্ষার দোল উৎসব। ফলে এই মুহূর্তে শেষ পর্যায়ে প্রস্তুতি তুঙ্গে। রঙের প্যাকেট, আবির, পিচকারি সহ বাড়িতেও আয়োজনে কোনও ত্রুটি নেই। বাজারে গেলেই চোখে পড়বে বাহারি সব রং। তবে শুধু রং খেললেই তো হল না, দোলের ফ্যাশন’ও এখন একটা ট্রেনিং টপিক। তাই আসন এই উৎসবমুখর দিনে কী পরবেন, অন্যরা কী ভাবছেন তা নিয়ে একটু আলোচনা করা যাক।
একটা সময় দোল মানেই ছিল বাড়ির সবচেয়ে পুরনো বা মলিন ছেঁড়াফাটা পোশাক পরে রং খেলা। কিন্তু দিন বদলেছে। এখন দোলে অনেকেই নতুন পোশাক পরে রং খেলেন। এই ট্রেন্ড পরিবর্তনের হাত ধরেই দোল বা হোলি উপলক্ষে চালু হয়েছে নতুন ফ্যাশন।
advertisement
advertisement
ছোটবেলায় দোল খেলতে যাওয়ার আগে মা একটা পুরনো জামা পরিয়ে দিতেন, যাতে রং লেগে নষ্ট হয়ে গেলেও গায়ে না লাগে। তবে এখন সময় বদলেছে। উৎসবের দিনে ভাল পোশাক না পরলে ঠিক জমে না। সেই পোশাকে রং লেগে নষ্ট হয়ে গেলেও আফসোসের জায়গা ছিল না। এখনকার বৈশিষ্টই হল যে কোনও উৎসবেই ভাল পোশাক পরে জমিয়ে সেলফি তোলা মাস্ট। দোলে শুধু মেয়েরা সাজবেন তা কিন্তু একেবারেই নয়। অত্যাধুনিক যুগে ফ্যাশনে পিছিয়ে নেই ছেলেরাও। ছেলেদের দোলের সাজেও থাকুক বসন্তের ছোঁয়া। হাজারো মানুষের ভিড়ে কীভাবে আপনার সাজ হবে নজরকাড়া তা জানতে এবার আসতে হবে বালুরঘাটে।
advertisement
স্থানীয় টি শার্ট বিক্রেতা সৌমেন বিকাশ রায় জানান, যুগ যত এগচ্ছে ততই আধুনিক হচ্ছে সবকিছু। তেমনই ট্রেন্ড চলছে হোলিতে সাদা কাস্টমাইজ করা পোশাকের। ব্যাপক চাহিদাও রয়েছে। এবছর হোলিতে রয়েছে স্পেশাল অফার। মাত্র ৯৯ টাকায় পাওয়া যাচ্ছে বিশেষ ধরনের গেঞ্জি। ক্রেতারাও কিনছে বেশ ভালই।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
বাঙালির বারো মাসে তেরো পার্বন। পয়লা বৈশাখ, দুর্গা পুজো, কালি পুজোয় পোশাক কেনার যেমন ভিড় লক্ষ্য করা যায় ঠিক তেমনই এ যেন বাঙালির আরও এক উৎসব। ঠিক তেমনই রয়েছে সাদা কাস্টমাইজ পোশাক কেনার ব্যাপক ভিড়। এ যেন সত্যিই নজরকাড়া। যেকোনো সাদা রঙের পোশাক যে হোলিতে পরার জন্যে আদর্শ, সে কথা তো বলাই বাহুল্য! এ যেন এক নতুন ট্রেন্ড। তাই সাদা টি শার্ট এর উপর কাস্টমাইজ করা রকমারি ডিজাইনের হোলির পোশাক যেন মন কাড়ছে সকলের। চাহিদাও ব্যাপক। বাচ্চা থেকে বড় সকলকেই দেখা যাচ্ছে দোকানে গিয়ে এই হোলির সাদা পোশাক কিনতে। তাই আপনিও হোলির আগে এমন কাস্টমাইজ করা সুন্দর একটি সাদা পোশাক কিনে ফেলতে পারেন। তাতেই আপনার লুক সবার নজর কাড়বে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 4:40 PM IST