আরও পড়ুন: বিদ্যার দেবীর ভাসানে ডিজের তাণ্ডব, পরীক্ষার প্রস্তুতিই নিতে পারল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা
এবার থেকে বারুইপুর পুলিশ জেলায় দিনে ও রাতে রাস্তায় টহল দেবে পুলিশের মোবাইল ভ্যান। দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশ জেলা হিসেবে বিবেচিত হয় বারুইপুর পুলিশ জেলা। একদিকে যেমন সোনারপুর, নরেন্দ্রপুর ও বারুইপুর থানা রয়েছে, তেমনই রয়েছে ইএম বাইপাসের সংযুক্ত এলাকা। সেই সঙ্গে রয়েছে ক্যানিং ও বাসন্তীর মতোন দুর্গম এলাকাও। রাতবিরতে এই সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় ১১২ নম্বরের ডায়াল করলে দ্রুত পুলিশের এই বিশেষ গাড়ি পৌঁছে যাবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কোথাও দুর্ঘটনা ঘটলেও এই গাড়ি পাঠানো হবে। এই গাড়িগুলির সঙ্গে পুলিশ সুপারের দফতরে থাকা কন্ট্রোল রুমে সরাসরি ছবি পাঠানোর ব্যবস্থা থাকবে।এর জন্য তিনটি বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বারুইপুর জেলার সুপার পলাশচন্দ্র ঢালি। এসপি দফতরের সামনেই সবুজ পতাকা উড়িয়ে ওই তিনটি বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যানের আনুষ্ঠানিক সূচনা হয়।
সুমন সাহা