Higher Secondary Exam 2024: বিদ্যার দেবীর ভাসানে ডিজের তাণ্ডব, পরীক্ষার প্রস্তুতিই নিতে পারল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

Last Updated:

উত্তরপাড়া স্টেশন রোডের একটি সরস্বতী পুজো কমিটি শুক্রবার তাদের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের করে। সন্ধের পর শহরের রাস্তায় ডিজের তাণ্ডব শুরু হয়

ডিজের তাণ্ডব উত্তরপাড়ায়
ডিজের তাণ্ডব উত্তরপাড়ায়
হুগলি: শুক্রবার রাজ্য শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আবার ওই দিনই ছিল সরস্বতী পুজোর বিসর্জন। উচ্চমাধ্যমিক পরীক্ষা উপলক্ষে রাজ্যজুড়ে বক্স ও মাইক লাগিয়ে প্রকাশ্যে মিটিং-মিছিল, উৎসব-অনুষ্ঠান করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু বিদ্যার দেবীর ভাসান বলে কথা, সেখানে আর এইসব নিষেধাজ্ঞা কানে নিলে চলে! তাই উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিন সন্ধেতেই কার্যত শব্দ তাণ্ডব চলল উত্তরপাড়া জুড়ে। সরস্বতী পুজোর বিসর্জনের ডিজে’এর আওয়াজে লাটে উঠল পরীক্ষার্থীদের পড়াশোনা।
উত্তরপাড়া স্টেশন রোডের একটি সরস্বতী পুজো কমিটি শুক্রবার তাদের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের করে। সন্ধের পর শহরের রাস্তায় ডিজের তাণ্ডব শুরু হয়। স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদ জানালেও কেউ কথা শোনেনি। পুলিশ-প্রশাসনও ছিল নির্বিকার। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে। এই বিষয়ে উত্তরপাড়ার নাট্য কর্মী তপন দাস বলেন, এখন যে কোনও উৎসবে এই শব্দের তাণ্ডব দেখা যাচ্ছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উত্তরপাড়া পুরসভার সিপিএম কাউন্সিলর প্রবীর কংসবনিক প্রশ্ন তোলেন, পরীক্ষা চলাকালীন আদর্শ আচরণবিধির জারি থাকে। সেই সময় ডিজে বাজিয়ে শোভাযাত্রার অনুমতি দিল কেন পুলিশ? বিজেপি নেতা তাপস দেবের অভিযোগ, শাসকদলের মদতপুষ্টরাই এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে। এদিকে এই প্রসঙ্গে উত্তরপাড়ার পুরপ্রধান তথা তৃণমূল নেতা দিলীপ যাদব বলেন, পুলিশের উচিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আমার কাছেও বেশ কিছু নাগরিক ডিজে বাজানোর অভিযোগ জানিয়েছেন।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Higher Secondary Exam 2024: বিদ্যার দেবীর ভাসানে ডিজের তাণ্ডব, পরীক্ষার প্রস্তুতিই নিতে পারল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement