Higher Secondary Exam 2024: বিদ্যার দেবীর ভাসানে ডিজের তাণ্ডব, পরীক্ষার প্রস্তুতিই নিতে পারল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
উত্তরপাড়া স্টেশন রোডের একটি সরস্বতী পুজো কমিটি শুক্রবার তাদের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের করে। সন্ধের পর শহরের রাস্তায় ডিজের তাণ্ডব শুরু হয়
হুগলি: শুক্রবার রাজ্য শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আবার ওই দিনই ছিল সরস্বতী পুজোর বিসর্জন। উচ্চমাধ্যমিক পরীক্ষা উপলক্ষে রাজ্যজুড়ে বক্স ও মাইক লাগিয়ে প্রকাশ্যে মিটিং-মিছিল, উৎসব-অনুষ্ঠান করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু বিদ্যার দেবীর ভাসান বলে কথা, সেখানে আর এইসব নিষেধাজ্ঞা কানে নিলে চলে! তাই উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিন সন্ধেতেই কার্যত শব্দ তাণ্ডব চলল উত্তরপাড়া জুড়ে। সরস্বতী পুজোর বিসর্জনের ডিজে’এর আওয়াজে লাটে উঠল পরীক্ষার্থীদের পড়াশোনা।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ডিউটিতে যাওয়ার সময় মুরগি বোঝাই গাড়ি পিষে দিল ২ কনস্টেবলকে, মৃত্যু এক পুলিশকর্মীর
উত্তরপাড়া স্টেশন রোডের একটি সরস্বতী পুজো কমিটি শুক্রবার তাদের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের করে। সন্ধের পর শহরের রাস্তায় ডিজের তাণ্ডব শুরু হয়। স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদ জানালেও কেউ কথা শোনেনি। পুলিশ-প্রশাসনও ছিল নির্বিকার। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে। এই বিষয়ে উত্তরপাড়ার নাট্য কর্মী তপন দাস বলেন, এখন যে কোনও উৎসবে এই শব্দের তাণ্ডব দেখা যাচ্ছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উত্তরপাড়া পুরসভার সিপিএম কাউন্সিলর প্রবীর কংসবনিক প্রশ্ন তোলেন, পরীক্ষা চলাকালীন আদর্শ আচরণবিধির জারি থাকে। সেই সময় ডিজে বাজিয়ে শোভাযাত্রার অনুমতি দিল কেন পুলিশ? বিজেপি নেতা তাপস দেবের অভিযোগ, শাসকদলের মদতপুষ্টরাই এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে। এদিকে এই প্রসঙ্গে উত্তরপাড়ার পুরপ্রধান তথা তৃণমূল নেতা দিলীপ যাদব বলেন, পুলিশের উচিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আমার কাছেও বেশ কিছু নাগরিক ডিজে বাজানোর অভিযোগ জানিয়েছেন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2024 1:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Higher Secondary Exam 2024: বিদ্যার দেবীর ভাসানে ডিজের তাণ্ডব, পরীক্ষার প্রস্তুতিই নিতে পারল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা