Road Accident: উচ্চ মাধ্যমিকের ডিউটিতে যাওয়ার সময় মুরগি বোঝাই গাড়ি পিষে দিল ২ কনস্টেবলকে, মৃত্যু এক পুলিশকর্মীর

Last Updated:

শনিবার সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে ডিউটি দেবেন বলে বাইকে করে সৌভিক শাহ ও তপন দাস নামে ওই দুই কনস্টেবল যাচ্ছিলেন। ইসলামপুরের পাহাড়পুর এলাকার নশিপুর হাই মাদ্রাসায় তাঁদের ডিউটি পড়েছিল

এই গাড়ির ধাক্কায় প্রাণ যায় পুলিশ কর্মীর 
এই গাড়ির ধাক্কায় প্রাণ যায় পুলিশ কর্মীর 
মুর্শিদাবাদ: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুই পুলিশ কর্মীকে পিষে দিল মুরগি বোঝাই পিক আপ ভ্যান। ঘটনাস্থলেই সৌভিক শাহ নামে এক কনস্টবেলের মৃত্যু হয়েছে। তপন দাস নামে অপর এক কনস্টেবল আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তাঁরা দু’জনেই ইসলামপুর থানায় কর্মরত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে ডিউটি দেবেন বলে বাইকে করে সৌভিক শাহ ও তপন দাস নামে ওই দুই কনস্টেবল যাচ্ছিলেন। ইসলামপুরের পাহাড়পুর এলাকার নশিপুর হাই মাদ্রাসায় তাঁদের ডিউটি পড়েছিল। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর কিছুটা আগে তাঁরা কিছুক্ষনের জন্য রাস্তার পাশে বাইক রেখে দাঁড়িয়েছিলেন। সেই সময় উল্টোদিক থেকে দ্রুত গতিতে একটি মুরগি বোঝাই পিক আপ ভ্যান এসে সজোরে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌভিকের। স্থানীয়রা দ্রুত তপন দাসকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে আশঙ্কাজনক অবস্থায় ওই কনস্টেবলের চিকিৎসা চলছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জানা গিয়েছে, বছর কয়েক আগে পুলিশের চাকরি পেয়েছিলেন সৌভিক শাহ। এরপর সংসারে স্বচ্ছলতা ফিরেছিল। কিন্তু শনিবার সকালে এক নিমিষেই দুর্ঘটনায় সবকিছু তছনছ হয়ে গেল। শনিবার দুপুরে ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে ইসলামপুর থানার ব্যারাকে। এদিকে দুর্ঘটনার পর পিক আপ ভ্যানের চালক ও খালাসি পলাতক। তারা উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: উচ্চ মাধ্যমিকের ডিউটিতে যাওয়ার সময় মুরগি বোঝাই গাড়ি পিষে দিল ২ কনস্টেবলকে, মৃত্যু এক পুলিশকর্মীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement