Tourism: এবার সপ্তাহ শেষের ছুটি কাটুক নীলকর সাহেবদের ইকো ট্যুরিজম পার্কে! কলকাতা থেকে কাছেই

Last Updated:

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই নীল চাষের ইতিহাস দেখতে আসেন, অনেকে গবেষণাও করেন। কিন্তু পরিকাঠামো জনিত সমস্যার কারণে নীলগঞ্জে এসে থাকা, খাওয়া ও ঘোরার সমস্যায় পড়তে হয়

+
ইছামতি

ইছামতি

উত্তর ২৪ পরগনা: সাহিত্যিক দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে উল্লেখ আছে বনগাঁর নীলগঞ্জের নাম। এই ইতিহাস প্রসিদ্ধ স্থানের নাম সাহিত্যের পাতায় এখনও স্বর্ণাক্ষরে লেখা। নীল চাষিদের নীল চাষ থেকে শুরু করে ইংরেজদের অত্যাচারের সেই ভগ্নাবশেষ নীলগঞ্জের কোনায় কোনায় আজ‌ও ছড়িয়ে আছে। বছরজুড়ে ইতিহাসে আগ্রহী বহু মানুষ এখানে আসেন। তাদের কথা মাথায় রেখেই এবার নীলগঞ্জকে কেন্দ্র করে ইকো ট্যুরিজমের উদ্যোগ।
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই নীল চাষের ইতিহাস দেখতে আসেন, অনেকে গবেষণাও করেন। কিন্তু পরিকাঠামো জনিত সমস্যার কারণে নীলগঞ্জে এসে থাকা, খাওয়া ও ঘোরার সমস্যায় পড়তে হয় পর্যটক থেকে গবেষক সকলকে। সেই কথা মাথায় রেখেই ইকো ট্যুরিজম পার্কের ব্যবস্থা করল বনগাঁ পঞ্চায়েত সমিত। বিধায়ক বিশ্বজিৎ দাসের হাত ধরে এই পরিকল্পনার শুভ সূচনা হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নীলগঞ্জকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম গড়ে তোলা প্রসঙ্গে বিধায়ক বিশ্বজিৎ দাস জানান, বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে ১ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কাজ শুরু হয়েছে। আগামীতে আড়াই থেকে তিন কোটি টাকা অর্থ ব্যয় করে কাজটি সম্পন্ন করা হবে। এই খবরে খুশি এলাকারবাসী থেকে ভ্রমণ পিপাসু মানুষজন। সীমান্ত শহরে এই ইকো ট্যুরিজম হলে এলকার বহু মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন স্থানীয়রা। এদিকে পরিকাঠামো উন্নয়নে প্রশাসন মনোযোগ দেওয়ায় আগামী দিনে নীলগঞ্জে আরও বহু মানুষ আসবে বলে আশা করা হচ্ছে। এমনিতে কলকাতা থেকে লোকাল ট্রেনে করে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন আপনি।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tourism: এবার সপ্তাহ শেষের ছুটি কাটুক নীলকর সাহেবদের ইকো ট্যুরিজম পার্কে! কলকাতা থেকে কাছেই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement