Bengali News: বাইক চালককে বাঁচাতে গিয়ে উল্টে গেল সবজি বোঝাই গাড়ি, আশঙ্কাজনক ২
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
ভুটানগামী এশিয়ান হাইওয়েতে শনিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবজি বোঝাই গাড়িতে ছিল মোট চারজন।সকলেই আহত হয়েছেন
আলিপুরদুয়ার: বাইক চালককে বাঁচাতে গিয়ে উল্টে গেল সবজি বোঝাই গাড়ি। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দু’জন, একটুর জন্য প্রাণে বেঁচেছেন বাইক চালক।
ভুটানগামী এশিয়ান হাইওয়েতে শনিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবজি বোঝাই গাড়িতে ছিল মোট চারজন।সকলেই আহত হয়েছেন। এরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের হাসিমারা ১০ নম্বর এলাকার এশিয়ান হাইওয়েতে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শনিবার সকালে ফালাকাটা থেকে জয়গাঁর দিকে সবজি বোঝাই গাড়িটি যাচ্ছিল। আচমকাই সামনে চলে আসে একটি বাইক। বাইক চালককে বাঁচাতে গিয়ে সবজি বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা চারজনই আহত হন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাঁদেরকে উদ্ধার কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2024 11:18 AM IST