Higher Secondary Exam 2024: উচ্চ মাধ্যমিকের প্রথম দিনই ছড়াল হাতির আতঙ্ক! পরীক্ষাকেন্দ্রের কাছে ঘুরে বেড়াল দাঁতাল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
গত বছর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন হাতির আক্রমণে উত্তরবঙ্গে মৃত্যু হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর এবারের উচ্চ মাধ্যমিকের প্রথম দিন ফিরে এল সেই হাতির আতঙ্ক
আলিপুরদুয়ার: উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই হাতির আতঙ্কে পরীক্ষার্থীরা। শুক্রবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু এদিন সাত সকালেই হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল এলাকাজুড়ে।
উল্লেখ্য গত বছর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন হাতির আক্রমণে উত্তরবঙ্গে মৃত্যু হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। সেই আতঙ্ক নিয়েই এবার ভালোয় ভালোয় উত্তরে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রথম দিনই ফের ফিরে এল সেই হাতির আতঙ্ক। পানা রেঞ্জের জঙ্গল থেকে সাতালি, গোদামডাবরি এলাকায় বেড়িয়ে আসে একটি বুনো হাতি। ওই হাতিটিকে এলাকা দিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। ওই এলাকারই একটি স্কুলে উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
হাতিটিকে ঘুরতে দেখেই মুখে চিন্তার ছাপ দেখা যায় বনকর্মীদের। আতঙ্কিত হয়ে পড়ে পরীক্ষার্থীরা। তবে তৎপর হয়ে বনকর্মীরা হাতিটিকে ফের পানার জঙ্গলে ফিরিয়ে দেন। কিন্তু ফের যে কোনও সময় হাতিটি বেড়িয়ে আসতে পারে বলে অনুমান। এদিকে মাধ্যমিক পরীক্ষার মতই উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদেরও এই দিন এসকর্ট করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন বনকর্মীরা। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে হ্যামিলটনগঞ্জ রেঞ্জের বনকর্মীদের সাহায্য নেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 3:57 PM IST