আরও পড়ুন: ১১ বছরের যন্ত্রনার অবসান, পূর্বস্থলীর এই গ্রামে যা হল…
গঙ্গাসাগর সুমতি নগর ধসপাড়া-২ গ্রাম পঞ্চায়েতের তরুণ সংঘের ব্যবস্থাপনায় ৫৩ বছর ধরে চলছে এই বিশেষ উৎসব। দশ দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে। মৃত্যুঞ্জয় নগর নদীঘাট থেকে ৫৩ টি মৃদঙ্গ ও ৫৩ টি করতাল বাজনা সহযোগে শোভাযাত্রার মধ্য দিয়ে শতাধিক গৌরাঙ্গ মূর্তিকে মঞ্চে আনা হয়। নদী ঘাটে দেখা যায় এক অন্য চিত্র। মনস্কামনা পূর্ণের জন্য মানত করা বহু পুরুষ ও মহিলা গৌরাঙ্গ মূর্তি কোলে তোলার জন্য আগ্রহ ও আকুতি-মিনতি করতে থাকেন। শ্রী গৌরাঙ্গের মূর্তি মাথায় নিয়ে নাচতে নাচতে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করেন তাঁরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাঁদের পিছনে হাজার হাজার মানুষ শোভাযাত্রা সহকারে অনুষ্ঠান মঞ্চে পৌঁছয়। নন্দীগ্রাম থেকে নদী পেরিয়ে প্রতি বছর এভাবেই আনা হয় মহাপ্রভুকে। তবে নদীপাড়ের এই চিত্র সচারাচর দেখা যা য়না বললেই চলে। আগামী দশদিন এই মেলায় হাজার হাজার পূণ্যার্থী আসবেন। ফলে কিছুটা চাপ থাকবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
নবাব মল্লিক