Local News: ১১ বছরের যন্ত্রনার অবসান, পূর্বস্থলীর এই গ্রামে যা হল...
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পূর্ব বর্ধমানের এই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গত ১১ বছর ধরে তাঁদের এভাবেই বিদ্যুৎ সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকাল এবং গরমকালে চরম সমস্যায় ভুগতে হত
পূর্ব বর্ধমান: আজকের দিনে বিদ্যুৎ ছাড়া একটি দিনও কাটানো সম্ভব নয়। বাড়ির আলো, পাখা চালানো থেকে শুরু করে স্মার্টফোন, ল্যাপটপে চার্জ দেওয়া, ইলেকট্রিক ভেহিকেল থাকলে তার ব্যাটারি চার্জ দেওয়া ইত্যাদিতে বিদ্যুৎ অপরিহার্য। তবে পূর্বস্থলী-২ ব্লকের তামাঘাটা গ্রামের ছবিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। এই গ্রামে এখনও পর্যন্ত রয়েছে বিদ্যুতের সমস্যা। এখানে ঝড়-বৃষ্টি হলেই বিদ্যুতের তার কেটে যেত। প্রতিবছর বৈশাখ মাস থেকেই শুরু হত দুর্ভোগ।
পূর্ব বর্ধমানের এই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গত ১১ বছর ধরে তাঁদের এভাবেই বিদ্যুৎ সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকাল এবং গরমকালে চরম সমস্যায় ভুগতে হত। তবে অবশেষে ১১ বছর পর সেই সমস্যার সমাধান হতে চলেছে। ইতোমধ্যেই পূর্বস্থলী-২ ব্লকে গ্রামবাসীদের নিয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিকাঠামোর মান উন্নয়নের কাজ শুরু হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই প্রসঙ্গে রাজ্য বিদ্যুৎ পর্ষদের কালনার ডিভিশনাল ম্যানেজার ওয়াসিম ফিরোজ বলেন, আরডিএসএস প্রজেক্টৈর অধীনে এলটিএবি কেবেলিংয়ের কাজ শুরু হয়েছে। এই গ্রামগুলিতে ভৌগলিক কারণে প্রচুর গাছ আছে। ফলে ঝড়-জল হলেই তার ছিঁড়ে যাওয়ার সম্ভবনা থাকে। এতে বিপদের সম্ভাবনাও ছিল । তাই সুরক্ষার দিক থেকে যখন এলটিএবি কেবল কনভার্সন হয়ে যাবে বিপদের হাত থেকে গ্রামবাসীরা সম্পূর্ণ রূপে সুরাহা পাবেন। এছাড়াও সিঙ্গেল ফেজের লাইন থ্রি ফেজ করে দেওয়া হবে। এতে গ্রামবাসীরা আরও ভাল বিদ্যুৎ পরিষেবা পাবেন ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 19, 2024 5:27 PM IST






