বর্জ্য প্লাস্টিককে রিসাইক্লিং করে টেবিল, চেয়ারের মত আসবাবপত্র তৈরি করছে উত্তরপাড়া পুরসভা। মানুষের দৈনন্দিন ব্যবহারের পর ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য দানায় রূপান্তরিত করে তাকে আবার ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। এই প্রক্রিয়া শুরু হয়েছে হুগলির কয়েকটি সাফাই কর্মীদের দিয়ে। ছ’টি পুর এলাকা থেকে সাফাই কর্মীরা সমস্ত বর্জ্য পদার্থ নিয়ে আসেন উত্তরপাড়ার প্ল্যান্টে। সেখানে সবার প্রথমে বর্জ্যপদার্থ পৃথকীকরণ করা হয়। কঠিন বর্জ্য থেকে প্লাস্টিককে আলাদা করে নেওয়া হয়। তারপর শুরু হয় মেশিন এবং মানুষের সম্মিলিত কাজ।
advertisement
আরও পড়ুন: দু’বার ভোট বয়কটের পর অবশেষে সেতু, কী বলছেন গ্রামবাসীরা?
প্রথমে একটি মেশিনের মধ্যে সমস্ত বর্জ্য পদার্থগুলিকে ফেলা হয়। সেখান থেকে কনভিয়ার বেল্টের মাধ্যমে বর্জ্য পদার্থ এগিয়ে যায় প্রক্রিয়াকরণের জন্য। প্রথমে বর্জ্য পদার্থ থেকে সমস্ত মাটি ও অন্যান্য জিনিস সরিয়ে ফেলা হয়। তারপর শুধুমাত্র প্লাস্টিকগুলিকে আলাদা করে নেওয়া হয় ধরণ অনুযায়ী।
প্রথম পর্যায়ে প্লাস্টিক পৃথকীকরণ হয়ে গেলে তা পৌঁছয় দ্বিতীয় ধাপের জন্য। সেখানে বড় বড় প্লাস্টিক থেকে কেটে তা ছোট ছোট প্লাস্টিকের আকারে চলে আসে এক নতুন মেশিনের মধ্যে। সেই মেশিন থেকেই আবারও প্লাস্টিক চলে যায় নতুন করে রিসাইকেল দানা তৈরি হওয়ার জন্য। সেই প্লাস্টিকের দানাই তৃতীয় পর্যায়ে গিয়ে তা থেকে বিভিন্ন আসবাবপত্র যেমন- চেয়ার, টেবিল সহ দৈনন্দিন কাজে ব্যবহৃত নানান জিনিস তৈরি হয়।
একটি বেসরকারি সংস্থার সঙ্গে উত্তরপাড়া পুরসভা যৌথভাবে এই কাজটি করছে। এই বিষয়ে ওই সংস্থার আধিকারিক রামপ্রসাদ চক্রবর্তী বলেন, প্লাস্টিকের দানা থেকে ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং তাকে ব্যবহার হয়ে গেলে পুনরায় আবার প্লাস্টিকের দানায় পরিণত করার কাজ চলছে। বছরের মধ্যে একেবারে সেই দানা থেকে নতুন আসবাবপত্র তৈরি করার সমস্ত ব্যবস্থা তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কিছু আসবাবপত্র তৈরি করা হয়েছে। আগামী দিনে এই গোটা প্রক্রিয়াটাই হবে এই প্ল্যান্টের মধ্যে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব জানান, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত গাইডলাইন মেনে এই কাজ শুরু হয়েছে। এই ব্যবস্থা পরিবেশের পক্ষে অত্যন্ত উপযোগী।
রাহী হালদার