Bengali News: দু'বার ভোট বয়কটের পর অবশেষে সেতু, কী বলছেন গ্রামবাসীরা?
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
সেতু হয়নি তাই দু- দুবার ভোট বয়কট করেছিল বাঁকুড়ার এই গ্রামের মানুষ। আগে সেতু তারপর ভোট, এই দাবি নিয়ে পথ অবরোধ, বিক্ষোভ দেখানো সবকিছুই হয়
বাঁকুড়া: বিধানসভা ও পঞ্চায়েত ভোট বয়কট করার পর শেষ পর্যন্ত নতুন সেতু পেতে চলেছে জামথোলের গ্রামবাসীরা। তবে সেতু মজবুত এবং সম্পূর্ণ কাজ ঠিকঠাকভাবে না হলে লোকসভা ভোট’ও বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সেতু হয়নি তাই দু- দুবার ভোট বয়কট করেছিল বাঁকুড়ার এই গ্রামের মানুষ। আগে সেতু তারপর ভোট, এই দাবি নিয়ে পথ অবরোধ, বিক্ষোভ, ভোট বয়কটের ফলস্বরূপ লোকসভা নির্বাচনের আগে ১ কোটি ৬১ লক্ষ টাকা খরচ করে পাকা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। এতে খুশি জামথোল গ্ৰামের বাসিন্দারা।
advertisement
advertisement
ছাতনা ব্লকের ধবন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামথোল গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি পাকা সেতু নির্মাণ করা। সেতু নির্মাণের দাবিতে ২০২১-এর বিধানসভা নির্বাচন এবং ২০২৩ সালের পঞ্চায়েত ভোট বয়কট করে ওই এলাকার মানুষজন। জামথোল ছাড়াও আসুরাবাদ, জলহরি, জোড়থোল, ফুলবেড়িয়া, কেন্দবেদা, মনিহারা সহ ২০-২৫ টি গ্ৰামের মানুষের নিত্য যাতায়াত লেগেই থাকে এই সেতুর উপর দিয়ে। বাঁকুড়ায় জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাতড়ার খড়বন মাঠের প্রশাসনিক সভায় এই সেতুটি নির্মাণের কথা ঘোষণা করেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শুক্রবার ছাতনার জামথোল গ্রামে এই সেতুটির আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা ও চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গ্রামে উন্নয়ন এসেছে। গ্রামবাসীরা খুশি, আমরাও খুশি। গরিব মানুষগুলো যে এতদিন ধরে এখানে কষ্ট পাচ্ছিল বিজেপির সাংসদ তো এটা দেখতে পারতেন, কিন্তু তিনি কিছুই করেননি।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 5:52 PM IST