Bengali News: ছুটে এসে জুতোর দোকানে ঢুকে গেল গাড়ি! তখন সার দিয়ে দাঁড়িয়ে ক্রেতারা, তারপর...
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
জয়নগর রথতলায় একটি জুতো দোকানে সেই সময় জুতো কিনবেন বলে বাছাই করছিলেন এক মহিলা সহ তিনজন
দক্ষিণ ২৪ পরগনা: ঘটতে পারত মারাত্মক কিছু। কিন্তু বরাতে জোরে বেঁচে গেল বেশ কয়েকটি প্রাণ। জয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জুতোর দোকানে ঢুকে পড়ল গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই দোকানের ক্রেতা ও বিক্রেতারা।
জয়নগর রথতলায় একটি জুতো দোকানে সেই সময় জুতো কিনবেন বলে বাছাই করছিলেন এক মহিলা সহ তিনজন। তাঁরা যখন জুতো পছন্দ করতে ব্যস্ত ঠিক তখনই আচমকা কুলপি রোড থেকে একটি গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে ওই দোকানের মধ্যে ঢুকে পড়ে। সৌভাগ্যক্রমে গাড়িটি ক্রেতা-বিক্রেতাদের গা ঘেঁষে দোকানের দেওয়ালে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। একটু এদিক-ওদিক হলে একাধিক প্রাণহানির সম্ভাবনা ছিল।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওই জুতো দোকানে দৌড়ে আসেন এলাকার বাকি দোকানদাররা। দৌড়ে আসে সিভিক ভলেন্টিয়ারের দলও। সকলের প্রচেষ্টায় গাড়িটিকে রাস্তার উপরে টেনে তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2024 5:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: ছুটে এসে জুতোর দোকানে ঢুকে গেল গাড়ি! তখন সার দিয়ে দাঁড়িয়ে ক্রেতারা, তারপর...










